Wednesday, November 12, 2025

ফের কুকথা দিলীপের! রাস্তা সংস্কার নিয়ে মহিলা জেলাশাসককে বেনজির আক্রমণ

Date:

Share post:

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থ বরাদ্দ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার পূর্ব মেদিনীপুরের মহিলা জেলাশাসককে (Women DM) কুরুচিকর আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার (Grameen Sadak yojna) অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারকে। আর তা নিয়ে শুক্রবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ,‌ এই অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় সরকার কিছু শর্ত (Conditions) চাপিয়েছে। এই ইস্যুতেই নদিয়ার কল্যাণীতে দিলীপ ঘোষ বলেন, ‌আগে থেকেই এই শর্তগুলি ছিল। তবে রাজ্য সরকার সেসব মানে না। তাই রিমাইন্ডিং (Reminding) দিয়েছে। যখন প্ল্যানিং হবে, কোন রাস্তাটা তৈরি হবে, সেটা এমএলএ (MLA), এমপি’‌র (MP) মতামত নিয়ে অবশ্যই করা দরকার। আমি সাড়ে তিন বছরের এমপি আমাকেও কিছু জানানো হয়নি। গতবছর রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর একবার সার্কুলার (Circular) পাঠিয়েছিল জেলাশাসক। এই রাস্তা আমরা ঠিক করেছি, প্রয়োজন পড়লে আবার আমরাই ঠিক করব।

এরপরই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। জেলাশাসককে কটাক্ষ করে বলেন, তুই ঠিক করার কে রে? পাবলিক আমাকে জিতিয়েছে আমি ঠিক করব। তুই কেন ঠিক করে দিয়েছিস। এটা কী তোর বাপের টাকা? তাই কেন্দ্রের সরকার এদেরকে বারবার শর্ত দিচ্ছে না হলে টাকা বন্ধ করে দেব।

পাশাপাশি গরু পাচার মামলায় এদিন জেলবন্দি অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal) কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। এদিন নাম না করে বিজেপি নেতা বলেন, এখন সুদ জমছে। একসময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে। একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে। বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন।

spot_img

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...