Saturday, January 10, 2026

অত্যন্ত মর্মান্তিক: মোরবি সেতু বিপর্যয়ে সুপ্রিম-মন্তব্য, গুজরাট হাইকোর্টকে তদন্তের নির্দেশ

Date:

Share post:

গুজরাটের (Gujrat) মোরবি সেতু ভাঙার (morbid Bridge Collapse) ঘটনাকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ (Enormous Tragedy) বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। মোরবিতে শতাব্দী প্রাচীন ঝুলন্ত সেতু ভেঙে পড়ার ঘটনায় ১৪১ জনের বেশি মানুষের মৃ*ত্যু হয়েছে। তারমধ্যে শিশুর সংখ্যা ছিল ৪০ জন। সোমবার এই প্রসঙ্গে গুজরাট হাইকোর্টকে (Gujrat High Court) যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণের দিকটি নিশ্চিত করার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রধান বিচারপতি (Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় (D Y Chandrachud) এবং বিচারপতি হিমা কোহলির (Heema Kohli) ডিভিশন বেঞ্চ (Division Bench) প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির (Vishal Tiwari) দায়ের করা জনস্বার্থ মামলায় (PIL) এমনই মন্তব্য করেন। জনস্বার্থ মামলায় আইনজীবী অভিযোগ করেন, গুজরাটে সেতু ভেঙে (Bridge Collapse) পড়ার ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী কর্তৃপক্ষ। তিনি আরও অভিযোগ করেন, গত এক দশক ধরে আমাদের দেশে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে মূলত অবহেলা ও দায়িত্বে গাফিলতির কারণে। এই দায় কোনওভাবেই গুজরাট সরকার (Government of Gujrat) এড়িয়ে যেতে পারে না।

জনস্বার্থ মামলায় প্রবীণ আইনজীবী বিশাল তিওয়ারির আরও অভিযোগ, মোরবি সেতুতে (Morbi Bridge) ওইদিন মাত্রাতিরিক্ত ভিড় হয়েছিল। কর্তৃপক্ষ এই ভিড় নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। মোরবি সেতু দুর্ঘটনায় রাজ্য সরকারের গাফিলতির পাশাপাশি যে সংস্থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠছে। যা সংবিধানের ২১ ধারা অনুযায়ী দেশের নাগরিকদের মৌলিক অধিকার গুরুতরভাবে লঙ্ঘন হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

৩০ অক্টোবর গুজরাটে মোরবি সেতু ভেঙে পড়ার ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয়েছে গুজরাট সরকারকে। সামনের মাসেই গুজরাট বিধানসভা নির্বাচন (Gujrat Assembly Election)। তার আগে এই ধরনের বিপর্যয় গুজরাট নির্বাচনে বড়সড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মোরবি সেতু ভেঙে যাওয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলায় আইনজীবী বিশাল তিওয়ারি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিচারবিভাগীয় কমিশন গঠনের দাবি করেছেন। সেখানে তিনি বলেন, এই কমিশন মূলত দেশের শতাব্দী প্রাচীন স্মৃতিস্তম্ভ, সেতুর বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখবে। যাতে মোরবি সেতুর মতো মারাত্মক দুর্ঘটনা এড়ানো যায়।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...