১) আজ বিশ্বকাপের অভিযান শুরু করছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ সৌদি আরব। সৌদি আরবের বিরুদ্ধে জিতে বিশ্বকাপের অভিযান শুরু করতে চান স্কালোনি।

২) ‘চোট নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই, আমি ভালো আছি’, সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে বললেন লিওনেল মেসি। লিও আগেই জানিয়েছেন এটাই সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আলাদা কি কোনও প্রস্তুতি নিয়েছেন এর জন্য? উত্তরে এই নিয়ে মেসি বলেন, “একদমই নয়।
৩) সোমবার সেনেগালকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল নেদারল্যান্ডস। ওপর ম্যাচে মার্কিনযুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করল ওয়েলস।

৪) হাফডজন গোল দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ইংল্যান্ডের। ইংরেজদের হয়ে জোড়া গোল সাকার। একটি করে গোল বেলিংহ্যাম, স্টার্লিং, রাশফোর্ড এবং গ্রিলিশ-এর।

৫) বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ। নিজেদের দেশের সরকার-বিরোধী যে প্রতিবাদ চলছে, তার সমর্থন করে এদিন জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা।

৬) বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত বাংলার। সোমবার সার্ভিসেসকে হারাল ৪৭ রানে। বাংলার হয়ে দুরন্ত ইনিংস অধিনায়ক অভিমূন্য ইশ্বরন এবং সুদীপ ঘরামীর। ১৬২ রান করেন সুদীপ। ১২২ রান করেন অভিমূন্য।

আরও পড়ুন:‘চোট নিয়ে বিন্দুমাত্র সমস্যা নেই, আমি ভালো আছি’, সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে বললেন মেসি
