সামান্য কমল তাপমাত্রা!জাঁকিয়ে শীত কবে,অপেক্ষায় শীতপ্রেমীরা

সামান্য কমল তিলোত্তমার তাপমাত্রা। তবে এখনও হাড়কাঁপানো ঠাণ্ডা অনুভূত হচ্ছে না। লেপ-কম্বল রোদে দিলেও এখনও গায়ে চাপানো হয়নি।গরম পোষাকেরও প্রয়োজন পড়ছেনা এখনও।  কবে জমিয়ে শীতের আমেজ অনুভূব করবে রাজ্যবাসী? সেই প্রশ্ন ঘুরছে শীতপ্রেমীদের মাথায়।

আরও পড়ুন:সোমেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ! কবে জাঁকিয়ে শীত?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। যার প্রভাব পড়ছে রাজ্যের তাপমাত্রায়। যে কারণে গত কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় পারদ ঊর্ধ্বমুখী। তবে নিম্নচাপের প্রভাব কাটিয়ে চলতি সপ্তাহেই তাপমাত্রা কমতে পারে। আগামী কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।  বৃহস্পতিবারের পরই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল।

নিম্নচাপের প্রভাবে কলকাতায় তাপমাত্রা বাড়লেও বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার তা কিছুটা কমেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার থাকতে পারে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রার হেরফের অব্যাহত। বর্ধমান, আসানসোল, বহরমপুরে রীতিমতো ঠান্ডা পড়ে গিয়েছে। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

Previous articleBreakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleবুধে শপথ, মঙ্গলেই সস্ত্রীক কলকাতায় পৌঁছলেন রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস