Tuesday, November 4, 2025

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচার, শুভেন্দুকে আইনি নোটিশ অখিল পুত্র সুপ্রকাশের

Date:

Share post:

শুধু হুঁশিয়ারি দেওয়াই নয়, বাস্তবেও তা করে দেখালেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পালটা চাপে ফেলতে আইনি নোটিশ সুপ্রকাশ। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করে এবার আইনি চাপে পড়লেন শুভেন্দু।

গত সপ্তাহে পূর্ব মেদিনীপুরে অখিল গিরির গড় রামনগরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অখিল গিরি ও তাঁর পুত্র সুপ্রকাশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েটও নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।”

সেই সময় পাল্টা প্রতিক্রিয়াতে সুপ্রকাশ গিরি শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছিলেন। তাঁর দাবি, “শুভেন্দু একজন ওপেন ইউনিভার্সিটি পাশ করা লোক, যার কোনও শিক্ষাদীক্ষা নেই, অপরকে দোষারোপ করছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, শুভেন্দু অধিকারী নেতাজি ওপেন ইউনিভারসিটি থেকে পাশ করেছে। সেই সার্টিফিকেট তৈরি করতে গিয়ে জালিয়াতি করেছেন। ২০০৭ সালে পরীক্ষা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর হয়ে অন্য একজন পশ্চিম মেদিনীপুরের বেলদায় পরীক্ষা দিতে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করব আমি।”

হুঁশিয়ারি সত্যি করে আজ, মঙ্গলবার সকালে সুপ্রকাশ গিরির আইনজীবী শুভেন্দু অধিকারীকে নোটিশ পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে শুভেন্দুর বক্তব্যের ওই অংশটি — “দেখতে পাচ্ছেন নাকি অখিলবাবু? আপনার পুত্র তো আপনার ঝাড়ের বাঁশ! সে আবার বড় নেতা? সে গ্র্যাজুয়েট নয়। অথচ কাঁথি কলেজের সভাপতি।”

আরও পড়ুন:দলীয় কর্মীদের হাতে মার খাচ্ছেন আপ বিধায়ক! ভাইরাল ভিডিয়ো

 

 

spot_img

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...