Thursday, November 13, 2025

শনিবার বাগানের সামনে লিগ টপার হায়দরাবাদ, জয়ে ফিরতে মরিয়া দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা

Date:

Share post:

আগামী শনিবার আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ লিগ টপার হায়দরাবাদ এফসি। শেষ ম‍্যাচে এফসি গোয়ার কাছে ০-৩ গোলে হেরেছিল জুয়ান ফেরান্দোর দল। সেই হারের জ্বালা ভুলে হায়দরাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া বাগান ব্রিগেড। আর সেই কারণে বিগত কয়েক দিন ধরে মোহনবাগান মাঠে ক্লোজড ডোর অনুশীলন সারছে প্রীতম কোটাল, শুভাশিস বোসুরা। প্রতিটা বিভাগে বোঝাপড়া বাড়াতে ও গোলের রাস্তা খুলতে জোর দিচ্ছেন হেড কোচ জুয়ান।

এফসি গোয়া ম‍্যাচ অতীত। হায়দরাবাদের বিরুদ্ধে জিতে জয়ের স্বরনীতে ফিরতে মরিয়া দিমিত্রি পেত্রাতোস, শুভাশিস বসুরা। এদিন হায়দরাবাদ ম‍্যাচের প্রস্তুতি নিয়ে বাগান ফরোয়ার্ড দিমিত্রি পেত্রাতোস বলেন,”লিগ শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামছি, সে জন্য বাড়তি উদ্যম নিয়ে খেলতে নামব আমরা। কারণ এই ম্যাচটা জিততে পারলে লিগ টেবিলে একটু ভালো জায়গায় পৌঁছে যাব।”

এদিকে গোয়ার বিরুদ্ধে হারকে ভুলে এগিয়ে যেতে চান দিমিত্রি। এই নিয়ে তিনি বলেন, “হার-জিত খেলারই অঙ্গ। সবাই সব ম্যাচ জেতে না। হেরে গেলে পরের ম্যাচ জেতার জন্য ঝাঁপাতে হয়। সেটা করার জন্য আমরা তৈরি হচ্ছি। এফসি গোয়া ম্যাচ আমাদের কাছে অতীত। ওই ম্যাচে আমরা কেউই ভালো খেলতে পারিনি। সবারই কিছু না কিছু ভুল ছিল। সেই ভুল গুলো যাতে না হয় সেটা সবারই মাথায় রাখতে হবে।”

একই কথা বলললেন শুভাশিস বসুও। হায়দরাবাদ ম‍্যাচের প্রস্তুতি নিয়ে তিনি বলেন,” হায়দরাবাদ টিমটা খুব ভালো খেলছে। তার অন্যতম কারণ ওরা দলের মূল নিউক্লিয়াসটা অনেক দিন ধরে রেখেছে। লিগ শীর্ষে থাকা টিমের বিরুদ্ধে খেলতে নামলে একটা আলাদা মানসিকতা নিয়ে নামতে হয়। কোচ সেভাবেই আমাদের তৈরি করছেন। দলে কার্ড ও চোট সমস্যা কিছু আছে। সেগুলো তো খেলারই অঙ্গ। সেটা নিয়ে ভেবে কোনও লাভ নেই। ম্যাচটা জেতার জন্য ঝাঁপাতে হবে। নিজেদের মাঠে খেলা, ফলে বাড়তি সুবিধা তো কিছু থাকবেই।”

এখানেই না থেমে তিনি আরও বলেন,” হায়দরাবাদের আক্রমণভাগ খুব শক্তিশালী। ওগবেচে, জোয়াও ভিক্টরের মত বিদেশী ফুটবলার আছে দলে। মহম্মদ ইয়াসির, আকাশ মিশ্রারাও ভালো খেলছে। আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে ওদের আক্রমণ সামলাতে আমাদের রক্ষণ মজবুত করে পালটা আক্রমণে গিয়ে গোল তুলে আনতে হবে। আমরা একটা দল হিসেবে খেলি। ফলে গোল করলে যেমন সেটা টিমের কৃতিত্ব মনে করি, তেমনই গোল খেলে সেটা পুরো দলেরই ব্যর্থতার মধ্যে পড়বে। লিগ এখনও মাঝ পর্ব পেরোয়নি। ফলে কোচের ঠিক করে দেওয়া গেম প্ল্যানিং মেনে খেলতে পারলে আমরা ফের জয়ের রাস্তায় ফিরবই।”

আরও পড়ুন:আজ বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে পাঁচবারের চ‍্যাম্পিয়ন ব্রাজিল

 

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...