ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড, গোল করেও উচ্ছাস নেই এম্বেলোর

তবে গোল করলেও উৎসবে মাতেননি এম্বেলো। দলের বাকি ফুটবলাররা যখন আনন্দে আত্মহারা হয়ে দর্শকদের দিকে ছুটে যাচ্ছেন, তখন গোলের নায়ক চুপ করে দাঁড়িয়ে।

বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম খেলায় সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল ক‍্যামেরুন। সেই ম‍্যাচে ক‍্যামেরুনকে ১-০ গোলে হারাল সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন এম্বেলো।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ পাল্টা আক্রমণের লড়াই। দু’দল আক্রমণে ঝাঁপায়। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ দু’দলই। ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুইজারল্যান্ড। যার ফলে গোল পেয়ে যায় শাকিরিরা। ম‍্যাচের ৪৮ মাথায় শাকিরির পাস থেকে গোল করেন এম্বোলো। বিশ্বকাপে জীবনের প্রথম গোল করে তিনি। তবে গোল করলেও উৎসবে মাতেননি এম্বেলো। দলের বাকি ফুটবলাররা যখন আনন্দে আত্মহারা হয়ে দর্শকদের দিকে ছুটে যাচ্ছেন, তখন গোলের নায়ক চুপ করে দাঁড়িয়ে। আসলে এম্বেলো গোল করলেন তাঁর জন্মভূমির বিরুদ্ধে। ক্যামেরুনেই জন্ম এম্বেলোর। ১৯৯৭ সালে সে দেশে জন্ম নিলেও এখন সুইজারল্যান্ডের বাসিন্দা তিনি। তাই গোলের পর সেলিব্রেশনে মাতেননি তিনি। এদিকে এরপর ম‍্যাচে আক্রমনে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে পারেনি সুইজারল্যান্ড। সুযোগ আসে ক‍্যামেরুনের কাছেও। তবে তারা গোল করতে ব‍্যর্থ হন। যার ফলে ম‍্যাচ শেষ হয় ১-০ গোলে।

আরও পড়ুন:বিশ্বকাপের মাঝে বান্ধবীকে চুম্বন কুর্তোয়ার, কাতারের মিষ্টি নিয়ম ভাঙলেন বেলজিয়াম গোলরক্ষক

 

Previous articleঘুম ভাঙল অমিতের! দেশে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পথে হাঁটছে বিজেপি?
Next articleটিউবলাইট থেকে মাথার চুল নিমেষে খেয়ে ফেলছেন সবকিছুই, ভাইরাল ভিডিও!