Sunday, November 16, 2025

পঞ্চায়েত ভোটে গাজোয়ারি নয়: বীরভূমের সাংগঠনিক বৈঠকে একজোট হয়ে কাজের বার্তা অভিষেকের

Date:

Share post:

পঞ্চায়েত ভোটে কোনওভাবেই গাজোয়ারি করা যাবে না। শুক্রবার, বীরভূম জেলার সংগঠনিক বৈঠকে ফের একবার এই নির্দেশ দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। একইসঙ্গে তাঁর বার্তা, “সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জেলায় দলের কাজ করুন। জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত দলের অন্দরে সমন্বয় বজায় রেখে চলুন।”

এদিন বীরভূম (Birbhum) সাংগঠনিক জেলার সাংগঠনিক পদাধিকারী, বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতিদের নিয়ে বিকেল ৪ টে থেকে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক। সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Baksi)। আগামী পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ, বীরভূমের নেতাদের সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷

এদিন বীরভূমের প্রতিটা ব্লক ধরে কথা বলেন। ব্লকের নেতাদের অভাব – অভিযোগ শোনেন। প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলার বিধায়কদ ও সাংগঠনিক পদাধিকারীদের সঙ্গেও আলাদা করে কথা বলেন অভিষেক বন্দোপাধ্যায় ও সুব্রত বক্সি। বৃহস্পতিবারই বিধানসভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, আশিষ বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ( রানা) এই চারজনকে ডেকে নির্দেশ দেন, “অনুব্রত এখন নেই। তোমরা চারজন মিলে বাকিদের সঙ্গে নিয়ে জেলা দেখে রাখবে”। এদিন অভিষেকও একই কথা বলেন এই চার নেতাকে।

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক ভিতকে ধরে রাখার পরামর্শ দেন অভিষেক। কিন্তু কোনও অবস্থাতেই যেন পঞ্চায়েত নির্বাচনে গাজোয়ারি করে ভোট করা না হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসেবে এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে দলকে। সঙ্গে রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরতে হবে, বার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন- রাজনীতির পাশাপাশি এবার সিনেমার পর্দায় তৃণমূলের এই নেতা!

 

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...