Saturday, August 23, 2025

হস্টেলে শর্টসার্কিট! বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে আহত ১০ ছাত্রী

Date:

Share post:

ছাত্রীনিবাসের মধ্যেই শর্টসার্কিট! বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে আহত ১০ ছাত্রী। আহত ছাত্রীদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হস্টেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:কাকদ্বীপে ফের গ্যাস লিক ! ঝাঁঝালো গন্ধে আতঙ্ক বাড়ছে এলাকাবাসীর

শনিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি এসটি হোস্টেলে । আচমকা শটসার্কিটের জেরে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হস্টেলে থাকা ১০ জন ছাত্রীকে নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। রাতে হাসপাতালের ভর্তি রাখা হয় পর্যবেক্ষণের জন্য। সকলকেই সকালে ছেড়ে দেওয়া হবে বলে খবর। প্রত্যেকেই ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে পড়াশোনা করে। সকলেই সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে৷

হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। আর তার জেরেই ঘটে বিপত্তি। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে মত পড়ুয়াদের একাংশের। খবর পাওয়ার পর দমকল, বিদ্যুৎ দফতরের কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই হস্টেলটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর হস্টেলটি পরিদর্শন করবেন ব্লক আধিকারিকরা।
এক ছাত্রী বলেন, “আমরা কিছু বুঝেই উঠতে পারি। হঠাৎ চিৎকার চেঁচামেচি। যারা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে, তারা তো আর কথা বলার মতো পরিস্থিতিতেই ছিল না। বাকিরা অনেকেই তাদের বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। কীভাবে যে এমনটা ঘটল, বোঝা যাচ্ছে না।”

spot_img

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...