Wednesday, November 5, 2025

মেক্সিকোর বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন মেসি?

Date:

Share post:

বিশ্বকাপের প্রথম ম‍্যাচে হারের পর শনিবার দ্বিতীয় ম‍্যাচে দুরন্ত কামব‍্যাক করে আর্জেন্তিনা। শনিবার রাতে মেক্সিকোকে ২-০ গোলে হারায় নীল-সাদার দল। সৌজন্যে সেই মেসি। আর্জেন্তিনার হয়ে দু’গোল করেন মেসি এবং ফের্নান্দেস। আর এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোর রাস্তা খোলা রাখল নীল-সাদার দল। আর এই ম‍্যাচের পরই উচ্ছসিত আর্জেন্তাইন সুপারস্টার। বললেন, এ বার শুরু হল আসল বিশ্বকাপ। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মেসি বলেন,” আজ থেকে আর্জেন্তিনার আসল বিশ্বকাপ শুরু হল। নিজেদের উপর বিশ্বাস ছিল। ফুটবলপ্রেমীদেরও বিশ্বাস রাখতে বলব। আমরা সেটাই করেছি, যেটা আমাদের করার দরকার ছিল। আমাদের সামনে কোনও দ্বিতীয় পছন্দ ছিল না। আমাদের জিততেই হত। আমরা শুধু নিজেদের উপরই ভরসা করেছিলাম।”

এখানেই না থেমে আর্জেন্তাইন অধিনায়ক আরও বলেন,” মেক্সিকো ভালো খেলছিল। আমরা প্রথমার্ধে অনেক বেশি জোর দিয়ে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা শান্তভাবে খেলি এবং নিজেদের মধ্যে ফিরে আসি। এই জয়টা ড্রেসিংরুমে অনেকটাই স্বস্তি এনেছে এবং আমাদের অনেক আনন্দ দিয়েছে। প্রথম ম্যাচটা আমাদের ভুগিয়েছে, আর সেই হারের পিছনে অনেক কারণ ছিল। আমরা জানতাম এই ম্যাচে আমাদের জিততেই হবে, ভেবেছিলাম আরও একটি বিশ্বকাপ শুরু হল, আর দল হিসেবে আমরা জানি আমাদের কি করতে হবে।”

এবার সামনে এবার পোল্যান্ড। যারা সৌদি আরবকে ২-০ ফলে হারিয়েছে। সেই পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে মেসি বলেন,”আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের ফাইনাল খেলতে হবে, আমরা কোনওরকম ভুল করতে পারি না।”

আরও পড়ুন:ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...