সামাজিক দায়বদ্ধতার নজির গড়ল ভারতীয় স্টেট ব্যাঙ্ক

কলকাতার স্ট্রান্ড রোডের (Strand Road) স্টেট ব্যাঙ্কে (State Bank of India) শনিবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে সাধারণ মানুষের সুবিধার্থে নদিয়া জেলার শুভেন্দু মেমোরিয়াল ট্রাস্টকে ফেকো মেসিন, সেন এন্ড এন্থুজিয়াস ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনকে একটি ইকো ফ্রেন্ডলি জেনারেটর, হাওড়া জেলা হাসপাতাল (Howrah District Hospital) ও বারাসাত পুরসভাকে (Barasat Municipality) দুটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান দীনেশ খাঁড়া (Dinesh Khanra)। তিনি বলেন,ভারতীয় স্টেট ব্যাঙ্ক সমাজের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষ যাতে সরকারি প্রকল্পগুলির (government projects)সুবিধা ঠিকমতো পেতে পারেন সেই লক্ষ্যে ব্যাঙ্কের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। আগামিতেও এভাবেই সামাজিক দায়বদ্ধতা পূরণের উদ্দ্যেশে ব্যাঙ্ক এভাবেই কাজ করবে বলে ম্যানেজার জানিয়েছেন।

 

Previous articleBengaluru : খিদের জ্বালায় কাঁদছে শিশুকন্যা,চরম সিদ্ধান্ত কর্মহীন বাবার!
Next articleমেক্সিকোর বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন মেসি?