Thursday, August 21, 2025

হরিপালে হাজির পরিযায়ীরা: ভিড় জমাচ্ছেন পর্যটকরা, সতর্ক স্থানীয় মানুষ

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: শীতকাল আর পরিযায়ী পাখি- বাংলায় মিলে মিশে একাকার। হুগলির (Hoogli) হরিপালের বাসিন্দাদের ঘুম ভাঙছে পরিযায়ী সার্বিয়ান পাখিদের (Migratory Siberian Bird) কুজনে। আর শুধু হুগলির হরিপালই নয়, এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকা মানুষও।

শীত পড়ার সঙ্গে সঙ্গে সুদূর সাইবেরিয়ার মেরু প্রদেশ থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি ভিড় জমায় হরিপালের বলদবাঁধের জলাশয়গুলিতে। এখানকার আটটি জলাশয়ে মুখরিত হয়ে ওঠে পাখিদের কলতানে। নানা রঙের ডানার এই পাখিরাইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছে হরিপালের বলদবাঁধের ৮ টি বিশাল বিশাল জলাশযে। মনে আনন্দে তারা ঘুরে-উড়ে বেড়াচ্ছে। পাখিরা আসায় খুশি এখানকার বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারাও। গ্রামবাসীদের আবেদন, পরিযায়ী পাখিরা যাকে অবাধে ঘুরে বেড়াতে পারে তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে সবাইকে।

পাখি দেখতে প্রতিবছর শীতকালে হরিপালে প্রচুর পর্যটক আসেন। মিঠে রোদ গায়ে মেখে চড়ুইভাতিতে মেতে ওঠেন অনেকেই। স্থানীয় বাসিন্দা স্বরূপকুমার মিত্রের পর্যটকদের কাছে আবেদন, যখন এখানে আসবেন উচ্চস্বরে লাউড স্পিকার বাজানো বন্ধ রাখুন। কোনও রকম শব্দ করবেন না, যাতে পরিযায়ী পাখিদের অসুবিধা না হয়।

এছাড়াও অতীতে দেখা গিয়েছে, এখানে বেশ কিছু চোরা শিকারি পাখি শিকার করেছে। সেই বিষয়েও সতর্ক স্থানীয়রা। তাঁদের কথায় আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সমস্ত জীবকুলকে বাঁচাতে হবে। বলদবাঁধের গ্রামবাসীরা বিভিন্ন জায়গায় পোস্টারিং করে পাখিদের রক্ষার জন্য আবেদনও করছেন। স্থানীয় বাসিন্দারা অপরাজিতা মিত্র জানিয়েছেন, সকালবেলা এই পাখিদের ডাকে তাঁদের ঘুম ভাঙে। দিনটাই অন্যরকম হয়ে যায়। তাই তাঁরা চান এখানকার এই সমস্ত পাখিরা যাতে শান্তিতে কয়েক মাস থাকতে পারে। তার জন্য সকলকে চেষ্টা করতে হবে।

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...