Friday, January 30, 2026

আনুষ্ঠানিকভাবে G-20র দায়িত্ব পেল ভারত, প্রধানমন্ত্রী জানালেন কোন পথে চলবে কাজ

Date:

Share post:

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার G-20 এর সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করল ভারত(India)। G-20 হল বিশ্বের ২০ টি বৃহত্তম অর্থনীতির দেশের একটি সংগঠন, যারা উন্নয়ন পরিকল্পনার ব্লুপ্রিন্ট তৈরি করে। এই সংগঠনের সভাপতিদের দায়িত্ব হাতে পেয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi) বলেন, ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার সময় এসেছে, যা বিশ্বব্যাপী সমস্যা গুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে।

এদিন দায়িত্বভার হাতে পেয়ে টুইট বার্তা দেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, বর্তমান সময় পুরনো জীর্ণ মানসিকতায় আটকে থাকার সময় নয়। এই সময় আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হওয়ার। যা বিশ্বব্যাপী সমস্যাগুলির সমাধানের জন্য একসাথে কাজ করার পক্ষে সওয়াল করে। পাশাপাশি প্রধানমন্ত্রী লেখেন, ভারত আজ থেকে G-20র সভাপতিত্বের দায়িত্ব পেল। এই ক্ষেত্রে আমার কিছু পরিকল্পনা রয়েছে, যাতে আগামী বছরগুলিতে বিশ্বের ভালোর জন্য এর অন্তর্ভুক্তি, পদক্ষেপের বিষয়ে কাজ করতে চাই। ভারতের G-20র সভাপতিত্ব ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যত’ এই থিমের দ্বারা অনুপ্রাণিত হয়ে বৃহত্তর ঐক্যের লক্ষ্যে কাজ করবে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একত্রে সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন, মহামারীর মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। ভারত স্থায়ী দীর্ঘমেয়াদী জীবন শৈলীর লক্ষ্যে খাদ্য, সার এবং চিকিৎসা পণ্যের বৈশ্বিক সরবরাহকে রাজনীতির আওতার বাইরে রাখতে কাজ করতে প্রস্তুত। এর আগে যে দেশগুলি G-20র সভাপতিত্ব করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি এগিয়ে যাওয়ার সেরা সময়।

spot_img

Related articles

করমর্দন বিতর্ক টেনিসেও, হাত মেলালেন না বেলারুশ-ইউক্রনের খেলোয়াড়রা

সাম্প্রতিক সময়ে সিনিয়র হোক বা জুনিয়র ভারত পাকিস্তান মুখোমুখি হলেই অবধারিত ভাবেই উঠে আসে করমর্দন বিতর্ক। এবার সেই...

প্রয়াত পি টি ঊষার স্বামী, ফোন করে শোক প্রকাশ মোদির

প্রয়াত পি টি ঊষার (PT Usha) স্বামী শ্রীনিবাসন। কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন শ্রীনিবাসন (Vengalil Sreenivasan)। ঊষার বর্ণময় কেরিয়ারে...

ভোটারদের শুনানি নথি আপলোডে ‘ইচ্ছাকৃত ভুল’ বরদাস্ত নয়, শাস্তি দেবে কমিশন!

এসআইআর হিয়ারিং (SIR hearing) সংক্রান্ত তথ্য আপলোডে যদি কোন ভুল হয় তাহলে শাস্তির মুখে পড়তে হতে পারে ERO...

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...