Saturday, November 15, 2025

স্বাধীনতা সংগ্রামী বিপিন অধিকারীর বংশধর বলা শুভেন্দুকে “মহাত্মা গান্ধী-রাহুল গান্ধী” খোঁচা অভিষেকের

Date:

Share post:

কাঁথির ঐতিহাসিক সভা থেকে এবার শুভেন্দু অধিকারীকে “রাহুল গান্ধী” কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন শুভেন্দুর পাড়ায় দাঁড়িয়ে লম্বা ভাষণে অভিষেক যখন একে একে অধিকারীদের মুখোশ খুলছেন, ঠিক তখনই তার বক্তৃতার একটি অংশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধী নেতাকে একটি বিশেষ উদাহরণ টানতে গিয়ে রাহুল গান্ধির সঙ্গে তুলনা করেন। বলা ভালো রাহুলের তুলনা টেনে কটাক্ষ করেন।

তৃণমূল ছাড়ার পর থেকেই শুভেন্দু অধিকারীর মুখে পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের নাম এবং তাম্রলিপ্ত সরকারের কথা শোনা যায়৷ এবং কিছুক্ষেত্রে তিনি সেই স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নিজের তুলনা টানেন। স্বাধীনতা সংগ্রামীর বংশধর বলে বড়াই করেন।

এদিন কাঁথি কলেজ মাঠে জনসভা করতে গিয়ে শহিদ ক্ষুদিরাম বসুর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান অভিষেক।
তাঁর মুখেও পূর্ব মেদিনীপুরের বীর সন্তান সতীশ সামন্ত, বীরেন্দ্র শাসমল, অজয় মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উচ্চারণ হয়। দেশ ও সমাজের জন্য তাঁদের অবদান স্মরণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

অন্যদিকে, সেই মেদিনীপুরের মাটিতে শুভেন্দু অধিকারীর মতো কুলাঙ্গার, বিশ্বাসঘাতক, গদ্দার, বেইমান জন্মেছেন যিনি মেদিনীপুরের কলঙ্ক বলে কটাক্ষ করেন অভিষেক৷ তাঁর কথায়, “খালি বলে বেলায় আমি বিপিন অধিকারীর বংশধর৷ সে তো ঠিকই৷ কিন্তু তাই বলে কি মহাত্মা গান্ধি আর রাহুল গান্ধি এক হল? বিপিন অধিকারী বেঁচে থাকলে এখন আপনাকে দেখলে চোখের জল ফেলতেন৷”

এরপরই শুভেন্দুকে খোঁচা মেরে অভিষেকের সংযোজন, “এখন আর ওনার মুখে সতীশ সামন্ত, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরাদের নাম শুনতে পারবেন না৷ এখন শুনবেন মোদিজি, যোগিজি, অমিতজি, হিমন্ত বিশ্বশর্মাজি৷ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলছেন জি, আর নিজের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলেন মমতা, বেগম, বুড়ি৷ এটা মেদিনীপুরের সংস্কৃতি?” প্রশ্ন তোলেন অভিষেক।

 

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...