Sunday, November 9, 2025

দিল্লির পুরভোটেও বাঙালিদের বঞ্চনা, কেমন হল নির্বাচন

Date:

Share post:

দিল্লিতে পুরনির্বাচন (Delhi Municipal Corporation) ঘিরে সরগরম রাজধানী। প্রভাব পড়ল চিত্তরঞ্জন পার্কের (Chiitaranjan Park) ভোটারদের মধ্যে, উত্তাপ ছড়াল ‘মিনি কলকাতা’। পুর নির্বাচনে একজনও বাঙালি প্রার্থী (Bengali Candidate) দেওয়া হয়নি, এই নিয়ে এদিন ক্ষোভ উগরে দিলেন দিল্লির বাঙালিরা। ভোট (Election) মেশিনেও তার প্রতিফলন ঘটেছে।

আজ রবিবার অর্থাৎ ৪ ডিসেম্বর দিল্লির পুরনিগমের ভোটগ্রহণ ছিল। কিন্তু এই নির্বাচনকে ঘিরে ক্ষুব্ধ দিল্লির বাঙালিরা। বিজেপি (BJP), আপ (AAP) কিংবা কংগ্রেস (Congress) – কোনও দলই বাঙালিদের সম্মান করে না বলে দাবি দিল্লির বাঙালিদের। এলাকায় অন্তত ২০ থেকে ২৫ লক্ষ বাঙালি আছে। কিন্তু কোনও দলই বাঙালিদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়নি। পুর নির্বাচনে কোথাও কোনও দল কোনও বাঙালিকে প্রার্থী করেনি। ভাল ভাল কর্মী থাকা সত্ত্বেও তাদের সুযোগ দেওয়া হয়নি, এমনই অভিযোগ তুলছেন বাসিন্দারা। ওয়ার্ড নম্বর ১৭১, অর্থাৎ চিত্তরঞ্জন পার্ক ওয়ার্ডে বিজেপি দলেই প্রার্থী হওয়ার উপযুক্ত অন্তত ৬ জন বাঙালি ছিলেন। কিন্তু, সম্ভবত বাঙালি হওয়াতেই তাঁদের সুযোগ দেওয়া হয়নি। সেই কারণেই দুপুর ১টা বেজে গেলেও মাত্র ২০ শতাংশ ভোট পড়েছে চিত্তরঞ্জন পার্কে। ২৫০টি ওয়ার্ডে মোট ১,৩৪৯ জন প্রার্থী ভোটে লড়ছেন।  সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোটের ফল বেরোবে আগামী ৭ ডিসেম্বর । রাজ্য নির্বাচন কমিশন অনুসারে, দিল্লিতে মোট ভোটারের সংখ্যা ১,৪৫,০৫,৩২২ যার মধ্যে ৭৮,৯৩,৪০৩ জন পুরুষ, ৬৬,১০,৮৫৮ জন মহিলা এবং ১,০৬১ জন ট্রান্সজেন্ডার রয়েছে৷ দিল্লিতে ১০০ বছরের বেশি বয়সী ২২৯ জন ভোটার রয়েছেন। ৮০ থেকে ১০০ বছরের মধ্যে ভোটারের সংখ্যা ২,০৪,৩০১। প্রথমবার ভোট দেওয়া যুবকের সংখ্যা প্রায় ৯৫৪৫৮।

 

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...