Thursday, December 18, 2025

কলকাতার পথেই বিধাননগর পুরসভা! হুক্কা বার বন্ধের আরজি জানিয়ে সিপিকে চিঠি

Date:

Share post:

রাজ্যে বন্ধ হচ্ছে একের পর এক হুক্কা বার। কলকাতার পর এবার বিধাননগরেও হুক্কা বার বন্ধের আরজি জানিয়ে সিপিকে চিঠি পাঠালেন চেয়ারম্যান। এমনকি দ্রুত পদক্ষেপের আরজি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:কলকাতায় বন্ধ হচ্ছে হুক্কা বার, দেওয়া হবে না নয়া লাইসেন্স: কড়া মনোভাব মেয়রের

কলকাতার একাধিক হুক্কা বারে হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রির অভিযোগ উঠেছিল। তারপরই যুব সমাজের স্বার্থে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম হুক্কা বারের অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেন। গত শনিবার টক টু মেয়রকর্মসূচির শেষে মেয়র জানান, নতুন কাউকে হুক্কা বার খোলার অনুমতি দেওয়া হবে না। পাশাপাশি চালু হুক্কা বারগুলিকেও হুক্কা বিক্রি বন্ধের নির্দেশ দেন মেয়র। এরপরই বন্ধ হতে শুরু করেছে একের পর এক হুক্কা বার।

তবে শুধু কলকাতা পুরসভা এলাকাতেই নয়, বিধাননগর পুরনিগম এলাকায় হুক্কা বার বন্ধ করতে উদ্যোগী হন চেয়ারম্যান সব্যসাচী দত্ত। সোমবার বিধানগরের পুলিশ কমিশনারকে চিঠি পাঠান সব্যসাচী দত্ত। চিঠিতে তিনি লেখেন, “কলকাতার মতোই বিধাননগর পুরনিগম এলাকার সমস্ত হুক্কা বার অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। আমরা আর নতুন করে কোনও বারকে লাইনসেন্স দেব না। এবং পুরনো যাদের বর্তমানে লাইসেন্স রয়েছে তা মেয়াদ ফুরানোর পর রিনিউ করাও হবে না।”

কিন্তু কেন এই সিদ্ধান্ত? যুব সমাজের উপর খারাপ প্রভাব ফেলছে হুক্কা বার। অনেক ক্ষেত্রেই হুক্কার সঙ্গে মাদকজাত দ্রব্যো মিশিয়ে দেওয়া হচ্ছে। এর জেরে যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছেন। এই বিষয়টিকে সমাজ থেকে দূর করতেই কমিশনারকে অবিলম্বে হুক্কা বার বন্ধের পদক্ষেপ নেওয়ার আরজি জানিয়েছেন সব্যসাচী দত্ত।

spot_img

Related articles

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...