Wednesday, November 12, 2025

‘আত্মনির্ভর’ শুধুই কথার কথা, আমদানিকৃত দেশের তালিকায় আজও প্রথম সারিতে ভারত

Date:

Share post:

বারবার আত্মনির্ভর ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রধানমন্ত্রীর(Prime Minister) আত্মনির্ভরতার ভাষণে দেশাত্মবোধক বিষয় থাকলেও তা যে শুধুই ভাষণ কাজের কাজ কিছুই নয় সাম্প্রতিক পরিসংখ্যানে উঠে এল সে তথ্যই। দেখা যাচ্ছে, এখনো আমদানিকৃত দেশের তালিকায় প্রথম সারিতে নাম রয়েছে ভারত সরকারের(Indian Government)। তথ্যের ভিত্তিতে জানা গেছে, যে দেশগুলি থেকে ভারত আমদানি করে তার তালিকায় প্রথমেই নাম রয়েছে প্রতিবেশী চিনের(China)।

২০১৭ থেকে বিগত ৫টি অর্থবর্ষে দেশের রফতানি কমেছে এবং বেড়েছে আমদানি। লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর (দেব) এর লিখিত প্রশ্নের জবাবে জানালেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। তিনি জানিয়েছেন, ২০১৭-১৮ থেকে ২০২১-২২ পর্যন্ত বিগত ৫ অর্থবর্ষে ভারতের মোট রফতানি অঙ্ক ২,৭৩৭.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে এই সময়ের মধ্যে আমদানির অঙ্ক ৩,০৯৭.৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

লিখিত প্রশ্নে দেব রফতানি করা দেশগুলির নাম জানতে চেয়েছিলেন। সে প্রশ্নে জবাবে অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ তিনটি অর্থবর্ষে সবচেয়ে বেশি রফতানি করা হয়েছে আমেরিকায়। তিনটি অর্থবর্ষে মার্কিন মুলুকে রফতানির মোট অঙ্ক ১৮০.৯ বিলিয়ন মার্কিন ডলার। এদিকে ভারতের সঙ্গে চিনা বাণিজ্য নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অনুপ্রিয়া প্যাটেল জানিয়েছেন, চিন ভারতের তৃতীয় রফতানির গন্তব্য। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিনে রফতানির অঙ্ক ৫৯.১ বিলিয়ন মার্কিন ডলার। তবে আমদানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে চিন। ২০১৯-২০ থেকে তিনটি অর্থবর্ষে চিন থেকে ভারতের আমদানির পরিমাণ ২২৫.১ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির শীর্ষে থাকা আমেরিকা এক্ষেত্রে রয়েছে তৃতীয়স্থানে। আমেরিকা থেকে তিনটি অর্থবর্ষে মোট আমদানি হয়েছে ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। রফতানির থেকে আমদানির পরিমাণ এত কম হওয়া নিয়েই একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...