Friday, August 22, 2025

দিল্লি হেরেই খেলা শুরু বিজেপির, এবার কাউন্সিলর কিনতে মাঠে নামল গেরুয়া শিবির

Date:

Share post:

লজ্জা নেই। ফের “ব্যাকডোর পলিটিক্স” শুরু বিজেপির। এবার রাজধানী দিল্লির বুকে। বিধানসভায় তো গোহারা হেরেছিল, এবার ১৫ বছর পর দিল্লি পুরসভাও হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ঝেঁটিয়ে বিদায় করেছে। কিন্তু কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার ও অর্থের বলে ফের খেলা শুরু বিজেপির। মানুষের রায় মেনে নিতে না পেরে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করে ঘোড়া কেনাবেচার খেলা শুরু রাজধানীর বুকে। এবার কাউন্সিলর কিনতে মাঠে নামল গেরুয়া শিবির। দিল্লি পুরসভা বা MCD-র ভোটের ফল ঘোষণা হতে না হতেই বিজেপির বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ আপ নেতা মনীশ সিসোদিয়ার।

আরও পড়ুন:রিসর্টবন্দি বিধায়করা: রাজ্যসভা নির্বাচনে ঘোড়া কেনাবেচার আশঙ্কায় রাজস্থান কংগ্রেস

দিল্লির উপমুখ্যমন্ত্রীর দাবি, তাঁদের দলের নবনির্বাচিত কাউন্সিলরদের কেনার চেষ্টা চালাচ্ছে গেরুয়া শিবির। সেই কারণে নবনির্বাচিত কাউন্সিলরদের যে কোনও ধরনের ফোন কল রেকর্ড করার নির্দেশ দিয়েছে আম আদমি পার্টি।

প্রসঙ্গত, গতকাল বুধবার ২৫০ ওয়ার্ডের দিল্লি MCD-র ভোটের ফল প্রকাশিত হয়। সেখানে ১৩৪টি ওয়ার্ডে জিতে বোর্ড গঠন করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল । অন্যদিকে ১৫ বছর পর দিল্লি MCD হাতছাড়া হয়েছে বিজেপির। ১০৪টি ওয়ার্ডে জয় পেয়েছে তারা। আর ভোটের ফল প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনা-বেচার অভিযোগ তুললেন মনীশ সিসোদিয়া।

টুইট করে দিল্লির উপমুখ্যমন্ত্রী লিখেছেন, “বিজেপির খেলা শুরু হয়ে গিয়েছে। আপের নবনির্বাচিত কাউন্সিলররা ফোন পেতে শুরু করে দিয়েছেন। কিন্তু আমাদের কোনও কাউন্সিলরই বিক্রি হবেন না। এই নিয়ে দলের তরফে কাউন্সিলরদের সতর্ক করা হয়েছে। এই ধরনের কোনও ফোন পেলেই তা রেকর্ড করতে বলা হয়েছে। কেউ যদি তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলতে চান, তবে সেই একান্ত বৈঠককেও রেকর্ড করতে বলা হয়েছে।”

উল্লেখ্য, এর আগেও দিল্লিতে আপ সরকার ফেলে দেওয়ার জন্য বিজেপি বস্তা বস্তা টাকা নিয়ে ঘোড়া কেনা-বেচার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেছিলেন মনীশ সিসোদিয়া। এমনকি পদ্ম শিবির তাঁকেও টাকা দিতে চেয়েছিল বলে দাবি করেন তিনি। এজেন্সির ভয়ও দেখানো হয়।

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...