Monday, August 25, 2025

জয়ের হ‍্যাটট্রিক বাগানের, জামশেদপুরকে ১-০ গোলে হারাল ফেরান্দোর দল

Date:

Share post:

জয়ের হ‍্যাটট্রিক এটিকে মোহনবাগানের। বৃহস্পতিবার লিগের নিচের দিকে থাকা জামশেদপুর এফসি-কে হারাল জুয়ান ফেরান্দোর দল। যদিও জামশেদপুরকে হারাতে কালঘাম ছুটল মোহনবাগানের। বৃহস্পতিবার যুবভারতীতে ১-০ গোলে জিতল সবুজ-মেরুন। খেলার ৮৯ মিনিটে হুগো বৌমোস পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন। বক্সে কিয়ান নাসিরিকে মেরে লাল কার্ড দেখেন জামশেদপুরের ব্রিটিশ স্টপার পিটার হার্টলে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি বৌমোস। কিন্তু অজস্র গোলের সুযোগ নষ্ট করায় বড় জয় পায়নি জুয়ান ফেরান্দোর দল। লিগে ষষ্ঠ জয়ের ফলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এল মোহনবাগান।

জামশেদপুর ম্যাচের আগে রক্ষণ নিয়ে চিন্তায় ছিলেন সবুজ-মেরুন কোচ। কারণ, অস্ট্রেলীয় সেন্টার ব্যাক ব্রেন্ডন হ্যামিল কার্ড সমস্যার জন্য এদিন খেলতে পারেননি। কিন্তু হ্যামিলের জায়গায় কার্ল ম্যাকহিউ এদিন ভাল খেলেন। প্রীতম কোটালের সঙ্গে তাঁর জুটি এদিন ভরসা দেয় দলকে। খেলার পাঁচ মিনিটের মধ্যে গোলের সুযোগ চলে এসেছিল সবুজ-মেরুনের সামনে। লিস্টন কোলাসো এদিনও সহজ সুযোগ নষ্ট করেন। ঘর বাঁচিয়ে প্রতিআক্রমণ-নির্ভর ফুটবল খেললেও জামশেদপুরও কিছু গোলের সুযোগ নষ্ট করে। মোহনবাগান অবশ্য ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেও একাধিক সুযোগ নষ্ট করে।

দ্বিতীয়ার্ধে ৭৪ মিনিটে সহজতম সুযোগ নষ্ট করে ফেরান্দোর দল। বিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি বৌমোস। পরিবর্ত হিসেবে নেমে হামতেও সুযোগ নষ্ট করেন। তবে খেলার শেষ লগ্নে ৮৯ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন বুৌমোস। জামশেদপুরের বিদেশি ডিফেন্ডার পিটার হার্টলেকে লাল কার্ড দেখান রেফারি। কিয়ান নাসিরিকে মেরে বক্সে ফেলে দেন হার্টলে। সংযুক্ত সময়ের বাকি সাত মিনিটে গোল ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফেরান্দোর দল।


 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...