Wednesday, August 27, 2025

‘শিশুর জন্মের আগে দত্তক নেওয়ার কোনও আইন ভারতে নেই’, পালক বাবা-মায়ের আর্জি খারিজ করে জানাল কর্নাটক হাই কোর্ট

Date:

Share post:

যে শিশু ভূমিষ্ঠ হয়নি, তার জন্মের আগেই দত্তক নেওয়ার কোনও আইন ভারতে নেই, একটি মামলায় এমনটাই মন্তব্য করল কর্নাটক হাই কোর্ট। শিশুর দত্তকের স্বীকৃতি চাওয়া এক দম্পতির আর্জি খারিজ করে দেওয়া হয়েছে।

শিশুকে দত্তক নেওয়ার বিষয়টিতে আইনের সম্মতি চেয়ে কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জন্মদাতা বাবা-মা এবং পালক পিতা-মাতা। বিচারপতি বি ভিরাপ্পা এবং বিচারপতি কে এস হেমলেখার ডিভিশন বেঞ্চ তাঁদের আর্জি খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, ‘‘শিশুটিকে দত্তক নেওয়ার জন্য যে দিন চুক্তি হয়েছিল, সন্তান তখনও ভূমিষ্ঠ হয়নি। শিশুটির জন্ম হয় চুক্তির ৫ দিন পর, ২০২০ সালের ২৬ মার্চ। ফলত, এক গর্ভস্থ শিশুকে দত্তক নেওয়ার চুক্তি হয়েছিল। ভারতে এমন কোনও আইন নেই।’’

কর্নাটকের একটি নিম্ন আদালতে শিশুকন্যাটির পিতা-মাতা হিসাবে স্বীকৃতির জন্য একটি পিটিশন দাখিল করেছিলেন পালক বাবা-মা। অন্য যুক্তিতে বিচারক সেখানে তাঁদের আর্জি খারিজ করে দেন। এর পর তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে উপযুক্ত আইনের অভাবে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।

শিশুটির জন্মদাতা বাবা এবং মা হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু যাঁরা তাকে দত্তক নিতে চেয়েছেন, তাঁরা মুসলমান। আদালতে জন্মদাতা বাবা-মা জানিয়েছেন, দারিদ্রের কারণে তাঁরা শিশুকন্যার দেখাশোনা করতে পারবেন না। আর ওই মুসলমান দম্পতির কোনও সন্তান না থাকায় তাঁরা দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাই মায়ের গর্ভে থাকাকালীন শিশুকে দত্তক নেওয়ার জন্য চুক্তি হয়।কিন্তু সে আর্জি খারিজ হয়ে যায়। আদালত জানায়, দারিদ্রের কারণে শিশুকন্যাকে দত্তক দেওয়ার যুক্তি আদালতে গ্রাহ্য নয়। দরিদ্র পরিবারের শিশুদের জন্য সরকার নানা প্রকল্প নিয়ে এসেছে। তাই দত্তকের যুক্তি গ্রাহ্য নয়।

আরও পড়ুন- রবিবারীয় টেটে ‘সুপার হিরো’ পুলিশ, পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালেন বন্ধু-অভিভাবক রূপে

spot_img

Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...