Saturday, August 23, 2025

রামপুরহাটে ধুন্ধুমার, ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল সিবিআই: বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর

Date:

Share post:

সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সেই ঘটনার জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বগটুই গ্রামের মানুষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এখনও বগটুই মোড়ে চলছে অবরোধ।এরই সঙ্গে লালন শেখের স্ত্রী রেশমা বিবি এদিন অভিযোগ করেন, সিবিআই ৫০ লক্ষ টাকা চেয়েছিল।বলেছিল, টাকা দিলেই কেসটা সেটেল হয়ে যাবে। আমরা গরীব মানুষ। বলেছিলাম এত ঠাকা কোথায় পাব ?তখন হুমকি দিয়ে বলেছিল, ১২ টার পর খেল দেখতে পাবি।মৃতের স্ত্রীর আরও অভিযোগ, লালন আত্মহত্যা করেনি। সিবিআই মেরে ঝুলিয়ে দিয়েছে।
গ্রামবাসীরা এদিন সকাল থেকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস ঘেরাও করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত সিবিআই অফিসারদের গ্রেফতার করতে হবে। বিক্ষোভকারীরা গেট ভেঙে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢোকার চেষ্টাও করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। অফিস চত্বরে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল বিকেলে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের। তাকে খুন করেছে সিবিআই, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী রেশমা বিবি। রেশমার অভিযোগ, রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিক বিলাস মাহাতগড, ভাস্কর মণ্ডল ও রাহুল লালনকে খুন করেছেন।

তাঁর আরও দাবি, লালন শেখকে ছেড়ে দেওয়ার জন্য ফোনে ৫০ লক্ষ টাকা ঘুষ চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই তিন আধিকারিক। তাঁদের নাম উল্লেখ করে সোমবার রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন রেশমা বিবি। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। বগটুইয়ের পরিস্থিতিও বেশ থমথমে।

spot_img

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...