Friday, November 28, 2025

রামপুরহাটে ধুন্ধুমার, ৫০ লক্ষ টাকা ঘুষ চেয়েছিল সিবিআই: বিস্ফোরক অভিযোগ লালনের স্ত্রীর

Date:

Share post:

সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল নেতা লালন শেখের। সেই ঘটনার জেরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে রামপুরহাট। ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বগটুই গ্রামের মানুষ। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। এখনও বগটুই মোড়ে চলছে অবরোধ।এরই সঙ্গে লালন শেখের স্ত্রী রেশমা বিবি এদিন অভিযোগ করেন, সিবিআই ৫০ লক্ষ টাকা চেয়েছিল।বলেছিল, টাকা দিলেই কেসটা সেটেল হয়ে যাবে। আমরা গরীব মানুষ। বলেছিলাম এত ঠাকা কোথায় পাব ?তখন হুমকি দিয়ে বলেছিল, ১২ টার পর খেল দেখতে পাবি।মৃতের স্ত্রীর আরও অভিযোগ, লালন আত্মহত্যা করেনি। সিবিআই মেরে ঝুলিয়ে দিয়েছে।
গ্রামবাসীরা এদিন সকাল থেকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিস ঘেরাও করেন। গ্রামবাসীদের দাবি, অভিযুক্ত সিবিআই অফিসারদের গ্রেফতার করতে হবে। বিক্ষোভকারীরা গেট ভেঙে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে ঢোকার চেষ্টাও করেন। সেই সময় পুলিশের সঙ্গে তাঁদের বচসা হয়। অফিস চত্বরে পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

গতকাল বিকেলে সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে লালন শেখের। তাকে খুন করেছে সিবিআই, এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তার স্ত্রী রেশমা বিবি। রেশমার অভিযোগ, রামপুরহাটের বগটুই কাণ্ডে সিবিআইয়ের তিন তদন্তকারী আধিকারিক বিলাস মাহাতগড, ভাস্কর মণ্ডল ও রাহুল লালনকে খুন করেছেন।

তাঁর আরও দাবি, লালন শেখকে ছেড়ে দেওয়ার জন্য ফোনে ৫০ লক্ষ টাকা ঘুষ চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই তিন আধিকারিক। তাঁদের নাম উল্লেখ করে সোমবার রাতেই রামপুরহাট থানায় লিখিত অভিযোগ করেছেন রেশমা বিবি। ঘটনার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রামপুরহাটে। বগটুইয়ের পরিস্থিতিও বেশ থমথমে।

spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...