Thursday, November 13, 2025

নেপালকে মাথায় রেখে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করল কংগ্রেস

Date:

Share post:

রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট ঠিক কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও রাজনৈতিক দলগুলি কিন্তু বসে নেই। নিজেদের মতো ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলি। এ রাজ্যের বুকে কংগ্রেস অস্তিত্ব সঙ্কটে ভুগলেও তারা কিন্তু বসে থাকতে রাজি নয়। আর সেই কারণেই প্রদেশ কংগ্রেস তাদের পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু করতে চাইছে। এই লক্ষ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দলের সিনিয়র নেতাদের নিয়ে ১০ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করে দিলেন। যেখানে রাজ্য সহ-সভাপতি নেপাল মাহাতকে এই কমিটির প্রধান করা হয়েছে। আসন্ন পঞ্চায়েত ভোটে কংগ্রেসের হয়ে প্রার্থী বাছাই থেকে শুরু করে কৌশল রচনা, সবই করবে নেপালের নেতৃত্বাধীন এই কমিটি।কিন্তু কেন পুরুলিয়া কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতোকে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ঘোষণা করা হল? রাজনৈতিক মহল মনে করছে, বিগত কয়েক মাসে পুরুলিয়ায় তপন কান্দু ইস্যুতে লড়াই থেকে শুরু করে ঝালদা পুরসভা দখল— নেপালকে সামনে রেখেই ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। এমনকি, নেপালের নেতৃত্বে পুরুলিয়ায় বিক্ষিপ্ত ভাবে অন্যান্য দল ছেড়ে কংগ্রেস দলে কিছু কর্মী সমর্থক যোগও দিয়েছেন। তার পরই রাজ্য স্তরের কমিটির সভাপতি করা হল তাঁকে। যদিও একে পুরস্কার বলতে রাজি নন পুরুলিয়া কংগ্রেসের সভাপতি। নেপাল বলেন, “আমি কংগ্রেসের একজন অনুগত সৈনিক। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি নিষ্ঠার সঙ্গে পালন করব।”

এই কমিটিতে নেপাল মাহাতো ছাড়াও রয়েছেন অসিত মিত্র, আবদুস সাত্তার, শঙ্কর মালাকার, কৃষ্ণা দেবনাথ, মোহিত সেনগুপ্ত, মুস্তাক আলম, ইশা খান চৌধুরী, সফিউল আলম খানের মতো নেতানেত্রীরা। অধীর চৌধুরী নিজে না থাকলেও তাঁর রাজনৈতিক সচিব নিলয় প্রামাণিকের নাম এই তালিকায় থাকায় দলের অনেকে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন।

 

spot_img

Related articles

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...