রবি মরশুমে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ৯১ লক্ষের বেশি কৃষককে আর্থিক সাহায্য: সূচনা মুখ্যমন্ত্রীর

দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ৩০ লক্ষ সুবিধাভোগীকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।

‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় চলতি রবি মরশুমে বর্গাদার-সহ ৯১ লক্ষ কৃষককে ২ হাজার ৫৫৫ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করল রাজ্য সরকার। বুধবার, নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি জানান, গত খারিফ মরশুমে ৮৯ লক্ষ কৃষককে ওই প্রকল্পের আওতায় ২৪৬৮ কোটি টাকা দেওয়া হয়েছে।

দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ৩০ লক্ষ সুবিধাভোগীকে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। সূচনার পর থেকে এ পর্যন্ত ‘কৃষক বন্ধু’ (Krishak Bandhu) প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের সরাসরি মোট ১২৫০০ কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সী কৃষকদের মৃত্যুজনিত কারণে ৬৭ হাজার কৃষক পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দিতে ১৩৫২ কোটি টাকা খরচ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ২০১৮-১৯ আর্থিক বছরের শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নথিভুক্ত কৃষক, ভাগচাষী এবং বর্গাদারদের অর্থ সাহায্য করা হয়। এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে নতুন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় তাদের প্রতি বছর ১০ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হয়। তার নিচে থাকা জমির মালিকদের জমির আনুপাতিক হারে ন্যূনতম চার হাজার টাকা করে অর্থ সাহায্যের সংস্থান রয়েছে।

 

 

Previous articleআপাতত দিল্লি নিয়ে যেতে পারবে না ইডি, দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন অনুব্রত
Next articleচিনে বাড়ছে কোভিডের দাপট, সতর্কতায় রাজ্যে মনিটরিং টিম গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর