Thursday, November 6, 2025

কোভিড নিয়ে আতঙ্ক নয়, বিধি মেনে গঙ্গাসাগর-বড়দিন পালনের পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে থাবা বসাতে পারেনি কোভিড (Covid)। সুতরাং এখনই আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, বিধি মেনে হবে গঙ্গাসাগর মেলাও। বৃহস্পতিবার, বিকেলে রাজভবনে যান মমতা। সেখান থেকে বেরিয়ে কোভিড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, বড়দিনের উদ্‌যাপন বা গঙ্গাসাগর মেলা- সবই হবে। তবে, কোভিডবিধি মানতে হবে।

চিনে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ায় ফের সতর্ক বিশ্ব। ভারতও ভাইরাস মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এদিকে, সামনেই বড়দিন এবং নতুন ইংরেজি বছর, গঙ্গাসাগর মেলা। উৎসবের আবহে জনসমাগম কোভিড ছড়ানোর ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। এই পরিস্থিতিতে উৎসব পালনে কোনও নিষেধাজ্ঞা জারি হবে কি? সেই বিষয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অথযা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেন, ‘‘আমাদের এখানে এখনও কিছু নেই। যদি হয় তখন সতর্কতা অবলম্বন করব।’’ এরপরেই মমতা জানান, ‘‘মানুষ উৎসব পালন করবে না? এখন এখানে কোভিড হচ্ছে না, তাই মানুষ ইচ্ছেমতো ঘুরছেন। যদি আসে আমরা নিশ্চয়ই বলব, মাস্ক পরুন। কিন্তু এত লোককে তো আমাদের পক্ষে জনে জনে বলা সম্ভব নয়। লক্ষ লক্ষ মানুষ হয়। এখনও বাংলায় যে হেতু (কোভিড সংক্রমিত রোগী) আসেনি, সে জন্য আগে থেকে আসবে এটা ধরে নিতে চাই না। আমরা পরিস্থিতির উপর মনিটরিং করছি। সে রকম হলে আমরা সময় মতো ব্যবস্থা নেব।’’

দুবছর কোভিডকাল কাটিয়ে এবছর গঙ্গাসাগরে রেকর্ড ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। বড়দিনের উৎসব, বর্ষশেষের আনন্দেও মাতবেন বহু মানুষ। কিন্তু চিনে সংক্রমণ ফের মাথাচাড়া দেওয়ায় রাজ্য তথা দেশে আতঙ্ক তৈরি হচ্ছে। তবে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।

 

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...