Sunday, January 11, 2026

আইএসএলের লাস্ট বয়ের কাছে হার মোহনবাগানের

Date:

Share post:

আইএসএলের লাস্ট বয়ের কাছে অপ্রত্যাশিত হার এটিকে মোহনবাগানের। নর্থইস্ট ইউনাইটেড এর আগে ১০ ম্যাচ খেলে সবক’টিতেই হেরেছে। এমন একটা দলের কাছে অবাক হারে চাপে পড়ে গেল জুয়ান ফেরান্দোর দল। নর্থইস্ট ১-০ গোলে হারিয়ে দিল মোহনবাগানের মতো হেভিওয়েট দলকে। নর্থইস্টের কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডন পার্থক্য গড়ে দিলেন। ম্যাচের একমাত্র গোলটি করে দলকে বড়দিনের উপহার দিলেন জর্ডন। এই জয়ের ফলে এবারের আইএসএলে পয়েন্টের খাতা খুলল নর্থইস্ট। একাদশ ম্যাচে প্রথম জয় এলেও এখনও তারা পয়েন্ট টেবলে সবার নিচেই থাকল। ২০ পয়েন্ট নিয়ে তিনেই মোহনবাগান।

চোট-আঘাতে জেরবার মোহনবাগানকে লিগে সবার নিচে থাকা দলের বিরুদ্ধেও সতর্ক থেকে শুরু করতে হয়েছিল। চোটে কাবু হুগো বৌমোসের মতো বিদেশি আক্রমণাত্মক মিডফিল্ডারকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছিল সবুজ-মেরুনকে। তিন বিদেশি নিয়ে খেলতে বাধ্য হলেও ৩-৪-৩-এর আক্রমণাত্মক ছকেই দল নামিয়েছিলেন জুয়ান। কিন্তু প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলে বাগান রক্ষণকে সমস্যায় ফেলার চেষ্টা করে গিয়েছে নর্থইস্ট। তাদের নতুন রিক্রুট বড় চেহারার কলম্বিয়ান স্ট্রাইকার উইলমার জর্ডনকে আটকাতে বেগ পেতে হয়েছে সবুজ-মেরুন রক্ষণকে।

প্রথমার্ধে মোহনবাগানের হাতেই ছিল ম্যাচের রাশ। তবে আক্রমণে তীক্ষ্ণতা ছিল না। গোলমুখও সেভাবে খুলতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য দাপট নিয়েই খেলা শুরু করেছিল মোহনবাগান। কিন্তু সহজতম সুযোগ নষ্ট করে দলকে এগিয়ে দিতে ব্যর্থ হন লিস্টন কোলাসো। দিমিত্রির পাস ধরে ডান প্রান্ত দিয়ে বক্সের মধ্যে ঢুকে লিস্টনের ডান পায়ের জোরালো শট বাঁচিয়ে দেন নর্থইস্ট গোলকিপার মির্শাদ। দ্বিতীয়ার্ধে প্রথম কুড়ি মিনিট মোহনবাগান আক্রমণের ঝাঁঝ বাড়লেও আচমকাই একটি প্রতিআক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় নর্থইস্ট। গোল করেন সেই জর্ডন। কেরলের উইঙ্গার এমিল বেনির মাপা সেন্টার থেকে অনবদ্য হেডে বল জালে জড়িয়ে দেন কলম্বিয়ান স্ট্রাইকার। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা করলেও ফাইনাল থার্ডে এসে ব্যর্থ হন দিমিত্রি-লিস্টনরা। কোচ পরিবর্ত হিসেবে কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লাদের নামালেও লাভ হয়নি।

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...