Thursday, August 21, 2025

বড়দিন উপলক্ষ্যে মধ্যরাতের প্রার্থনায় চার্চে মুখ্যমন্ত্রী, সঙ্গে সকন্যা অভিষেক

Date:

Share post:

ধর্ম যার যার, উৎসব সবার। এই বার্তা নিয়েই রাজ্যে সব উৎসবে সক্রিয় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো এবারও ক্রিস্টমাসের আগে রাত সাড়ে ১০টা নাগাদ পর্তুগিজ চার্চ ব্রেবোর্ন রোডের ধারে ক্যাথিড্রাল অব মোস্ট হোলি রসারি পৌঁছে যান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর কন্যা আজানিয়া। শতাব্দী প্রাচীন এই গির্জায় ফিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। গির্জার ভিতরে ক্যারলে অংশ নেন তাঁরা। ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানে হয় প্রার্থনা। বড়দিন উপলক্ষ্যে আলোকোজ্জ্বল এই গির্জা। বড়দিনের বিশেষ ক্যারল অংশ গ্রহণ করেন মমতা, অভিষেক ও তাঁর কন্যা।

ক্যারালে পর সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। গির্জার তরফ থেকে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়া হয়। মমতা, অভিষেক ও আজানিয়াকে আশীর্বাদ করেন বিশপ। রাত প্রায় ১১টা নাগাদ সেখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

২০১১ সালে প্রথমবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই সব ধর্মীয় অনুষ্ঠানে সমান গুরুত্ব দিয়ে রাজ্যে পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরই ২৪ ডিসেম্বর রাতে তিনি গির্জায় ক্রিসমাসের বিশেষ প্রার্থনায় যোগ দেন মমতা।

দুর্গাপুজো-কালীপুজো-জগদ্ধাত্রীপুজোর উদ্বোধনের পাশাপাশি তিনি রেড রোডে (Red Road) ঈদের নমাজেও অংশগ্রহণ করেন মমতা। প্রতিবছর বড়দিনের ক্যারলে যোগ দেন। বাংলায় সাম্প্রতিক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ উদ্যোগী মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নন্দীগ্রামে বিরাট জয়ের পর মিছিল তৃণমূলের, সাতাশে ‘ধন্যবাদ সভা’

 

spot_img

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...