Thursday, August 21, 2025

ভোলেননি ঋণ! ১১ বছর পর ‘ভগবান চিকিৎসকের’ অস্ত্রোপচারের টাকা ফেরাতে মরিয়া দিনমজুর রাম  

Date:

Share post:

এক দশক আগে বিনামূল্যে কঠিন অস্ত্রোপচার (Operation) করেছিলেন ‘ভগবান চিকিৎসক’। সেই সময় পয়সা না থাকায় এক নয়া পয়সাও দিতে পারেননি রাম সহায় (Ram Sahay)। তবে গরীব হলেও তাঁর সততায় মুগ্ধ দেশবাসী। দীর্ঘ ১১ বছর পর চিকিৎসকের (Doctor) ঋণ শোধ করতে মরিয়া তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) রাম সহায় ও চিকিৎসকের একটি ভিডিও ভাইরাল। যা দেখে উত্তরাখণ্ডের (Uttarakhand) বাসিন্দা পেশায় দিনমজুরের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

রাম সহায় এবং চিকিৎসক ভগবন্ত সিংয়ের কাহিনীর সূত্রপাত এক দশক আগে। পাঞ্জাবের (Punjab) পাতিয়ালার আকাল হাসপাতালের চিকিৎসক ভগবন্ত সিং। অন্যদিকে উত্তরাখণ্ডের হরিদ্বারের বাসিন্দা রাম সহায়। জানা গিয়েছে, ১১ বছর আগে অ্যাপেনডিক্সের সমস্যা দেখা দেয়। শুরু হয় অসম্ভব যন্ত্রণা। এরপরই চিকিৎসকরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু দিনমজুর গরিব রাম সহায়ের কাছে সেইসময় অস্ত্রোপচারের টাকা ছিল না। আর সেই সময় ভগবান রূপে অবতীর্ণ হন চিকিৎসক ভগবন্ত সিং। বিনামূল্যে তাঁর অস্ত্রোপচার করেন। তিনি বলেন, এখন টাকা লাগবে না, পরে দিও। এরপর কেটে গিয়েছে ১১ বছর। চিকিৎসক ভুলে গিয়েছিলেন ধারের কথা। কিন্তু যাঁর উপকার করেছিলেন, সেই রাম সহায় চিকিৎসককে ভোলেননি। একটু একটু করে টাকা জমিয়ে সম্প্রতি হরিদ্বার থেকে পাতিয়ালায় হাজির হন তিনি। আকাল হাসাপাতালে এসে ধার শোধ করবেন বলে চিকিৎসকের খোঁজ করেন। যদিও চিকিৎসক সেই সময় পাতিয়ালায় (Patiala) ছিলেন না। সেকারণে রাম সহায় দু’দিন সেখানে অপেক্ষাও করেন।

শেষ পর্যন্ত ভগবন্ত সিংয়ের সঙ্গে দেখা হয় রাম সহায়ের। আর একজন গরীব দিনমজুরের সততায় মুগ্ধ চিকিৎসক। তিনি বলেন, ঘটনার কথা ভুলে গিয়েছিলাম। যখন দেখার করার কথা বলে রাম সহায়। বুঝতে পারছিলাম কেন দেখা করতে চায়। সব জেনে মুগ্ধ হই। যদিও রাম সহায়ের থেকে টাকা নিতে অস্বীকার করেছে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...