Thursday, August 21, 2025

প্রাথমিকের টেটের ইন্টারভিউ শুরু, স্বচ্ছতার স্বার্থে নজিরবিহীন পদক্ষেপ পর্ষদের

Date:

Share post:

শুরু হল প্রাথমিকের টেটের প্রথম দফার ইন্টারভিউ। মঙ্গলবার সকাল ১০টা থেকে সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ইন্টারভিউ শুরু হয়। আজ ২০০ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হবে। স্বচ্ছতার স্বার্থে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হবে।

আরও পড়ুন:কোভিডবিধি মেনেই প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউ, নির্দেশিকা জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

এ দিন ইন্টারভিউ দিতে পর্ষদের সামনে ভিড় করেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের একে একে রোল নম্বর এবং নাম ধরে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন করে করোনা আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতে, মাস্ক পরে ভিতরে যেতে হচ্ছে চাকরিপ্রার্থীদের। মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হচ্ছে পর্ষদের অফিস থেকেও। কোভিড বিধি বজায় রেখেই সুষ্ঠুভাবে হচ্ছে ইন্টারভিউ।

ইন্টারভিউ নেওয়ার ঘরে রয়েছে একটা হোয়াইট বোর্ড ও মার্কার। সেখানে পরীক্ষার্থীকে অ্যাপ্টিটিউট টেস্টও নেওয়া হতে পারে। সুষ্ঠ পদ্ধতিতে ইন্টারভিউ দিতে পেরে আশাবাদী চাকরিপ্রার্থীদের অনেকে। তাঁদের দীর্ঘ দিনের অপেক্ষা, আশা-আকাঙ্খা পূরণ হতে পারে বলে নতুন করে বল পাচ্ছেন অনেকেই।

এদিন ইন্টারভিউ দিতে এসেছেন ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণরা। পর্ষদের অফিসে পাঁচটি প্যানেল রয়েছে। সেখানেই ইন্টারভিউ দিতে হবে চাকরিপ্রার্থীদের। কলকাতায় চাকরির জন্য যাঁরা আবেদন করেছিলেন, আজ তাঁদেরই ইন্টারভিউ হচ্ছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ অনলাইন এবং অফলাইন, দুই প্রক্রিয়ার মাধ্যমেই ইন্টারভিউ দিতে আসা চাকরিপ্রার্থীদের নম্বরপ্রদান হবে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...