২০২২ সালকে (Lookback 2022) বিশ্ববাসীর মতো রাজ্যবাসীও বিদায় জানাবে, স্বাগত জানাবে ২০২৩ সালকে। গত একবছরে রাজ্য থেকে গোটা বিশ্বের সাড়া জাগানো কিছু ঘটনা-দুর্ঘটনা (Lookback 2022) রয়েছে। দেখে নেওয়া যাক একনজরে

রাজ্য:-
* ১ জানুয়ারি কৈখালির রং কারখানায় আগুন। মৃত্যু একজনের।
* ১৩ জানুয়ারি ময়নাগুড়ির দোমহানিতে লাইনচ্যুত হয় বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। মৃত্যু হয় ৯ জনের।
* ১৮ ফেব্রুয়ারি গভীর রাতে হাওড়ার নিমতায় নিজের বাড়িতে রহস্যমৃত্যু হয় আনিস খানের।
* ২১ মার্চ গভীর রাতে বীরভূমের রামপুরহাটে ভয়াবহ হত্যাকাণ্ড। পুড়ে মৃত্যু ১০ জনের।
* ১১ মে বউবাজারে ভূগর্ভে মেট্রোপথে বিপর্যয়।
* ১৩ অক্টোবর বউবাজারে মেট্রো সুরঙ্গে ফের ধস। ১০টি বাড়িতে ফাটল।
* ৫ অক্টোবর বিজয়া দশমীর রাতে জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান। মর্মান্তিক ঘটনায় মৃত্যু ৮ জনের।
* ১ ডিসেম্বর ৬ বছর পর হাইকোর্টের নির্দেশে নিয়োগপত্র পেলেন ৭ চাকরিপ্রার্থী।
* ১২ ডিসেম্বর বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু সিবিআই হেফাজতে।
* ১৪ ডিসেম্বর আসানসোলের শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে বিশৃঙ্খলার জেরে তিনজনের।
* ৭ জুলাই বর্ধমানের খাগড়াগড়ে বিষমদ খেয়ে মৃত্যু ৮ জনের।
* ১৯ জুলাই ঘুসুরির মালিপাঁচঘড়ায় বিষমদ খেয়ে মৃত বেড়ে ১০।
* বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বিরল সম্মানে ভূষিত করে করল UNESCO।

দেশ:-
* গুজরাতের মোরবিতে গত ৩০ অক্টোবর একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ে৷ দুর্ঘটনায় অন্তত ১৩৫ জন নিহত হন।
* চলতি বছরের সবচেয়ে সাড়া ফেলে দেওয়ার মতো ঘটনা শ্রদ্ধা ওয়াকার খুন৷ অভিযোগ, তাঁর প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা তাঁকে খুন করে তাঁর দেহ ৩৫ টুকরো করে ফ্রিজে রেখে দিয়েছিল৷ রোজ রাতে একটি করে টুকরো বাইরে ফেলে আসত আফতাব।
* কর্ণাটকে একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরাকে কেন্দ্র করে বিতর্ক।
* সেনাবাহিনীতে অগ্নিপথ প্রকল্প চালু নিয়ে বিতর্ক। চার বছরের চুক্তিকে কেন সেনায় নেওয়া হবে এই নিয়ে প্রশ্ন ওঠে।
* বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ৩ বছরের শিশুর।
* উত্তরপ্রদেশে দুর্গামণ্ডপে অগ্নিকাণ্ড। মৃত্যু হয় ৩ জনের।
* ১ জানুয়ারি: বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু ১২ তীর্থযাত্রীর।
* ৬ মার্চ: শ্রীনগরে গ্রেনেড হামলা জঙ্গিদের। নিহত ২। জখম ২৪ জন।
* ১০ এপ্রিল: দেওঘরের ত্রিকূট পাহাড়ে রোপওয়ে দুর্ঘটনা। উদ্ধারকাজে সেনা। মৃত তিন।
* ১৩ মে: দিল্লির মুণ্ডকায় একটি বাণিজ্যিক বহুতলে অগ্নিকাণ্ড। ২৭ জনের মৃত্যু।
* ৪ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পালঘরে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান তথা খ্যাতনামা শিল্পপতি সাইরাস মিস্ত্রির।
* ৪ অক্টোবর: উত্তরকাশীতে তুষার ধসের জেরে মৃত্যু প্রায় ৩০ জন পর্বতারোহীর।
* ৯ ডিসেম্বর: অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত ও চীন সেনার সংঘর্ষ।
* ২৩ ডিসেম্বর: উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় মৃত ভারতীয় সেনার তিন অফিসার সহ ১৬ জওয়ান।

বিশ্ব:-
* ১৩ অগাস্ট ভারতীয় বংশোদ্ভুত লেখক সলমন রুশদিকে লক্ষ্য করে চলে গুলি।
* ৮ জুলাই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যু।
* ৮ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
* ২৫ অক্টোবর কনজারভেটিভ পার্টির নেতা মাত্র ৪২ বছরের ঋষি সুনাক হন ব্রিটেনের প্রধানমন্ত্রী।
* ইরানে হিজাব-বিতর্ক। ইরান জ্বলছে। ১৬ সেপ্টেম্বর বিমানবন্দরে ইরানের নীতি পুলিশরা মাশা আমিনিকে আটকায় এবং থানায় নিয়ে যায়। অভিযোগ, তিনি নাকি ঠিকমতো হিজাব পরেননি। জেলহেফাজতেই মৃত্যু হয় মাত্র ২২ বছরের তরুণীর। দেশজুড়ে প্রতিবাদ, এমনকী বিদেশেও। ইরানে কমপক্ষে ৩০০ জনের মৃত্যু হয়েছে।
* মুক্ত সিরিয়াল কিলার চার্লস শোভরাজ। আট-নয়ের দশকে ২০টিরও বেশি খুন করে চার্লস।
* চিনে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা।
* আমেরিকায় বম্ব সাইক্লোনে মৃত্যু ৬১ জনের।
* বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে গত জুনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪১ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি আহত হন।
* টানা বৃষ্টিতে গত জুন মাসেই বন্যা পরিস্থিতি দেখা দেয় বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায়। ভয়াবহ এই বন্যায় ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
