Thursday, August 21, 2025

পারদ নেমেছে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসে, নায়াগ্রার জল জমে বরফ !

Date:

Share post:

বড়দিনে আছড়ে পড়েছিল ‘বম্ব সাইক্লোন’। যার জেরে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০ জন। চার দিন কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। পারদ নেমে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। বছর শেষে রীতিমতো লন্ডভন্ড অবস্থা বহু এলাকার। এর মাঝেই অবাক করা দৃশ্য ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

তাপমাত্রা হিমাঙ্কের অনেক নীচে নেমে যাওয়ায় নায়াগ্রা নদীর জল জমতে শুরু করেছে। জলের উপর বরফের আস্তরণ পড়েছে। আর সেই বরফ নিয়েই নীচে আছড়ে পড়ছে নায়াগ্রা জলপ্রপাত।

নায়গ্রা ফলস নিউ ইয়র্ক স্টেট পার্কের ওয়েবসাইট অনুযায়ী, এই জলপ্রপাতে স্বাভাবিক অবস্থায় ৩২ ফুট প্রতি সেকেন্ড বেগে প্রতি সেকেন্ডে ৩,১৬০ টন জল প্রবাহিত হয়। নদীতে বরফ জমে যাওয়ায় সেই গতি কিছুটা রুদ্ধ হচ্ছে।

তুষারঝড়ের জেরেই জমে গিয়েছে নায়াগ্রা জলপ্রপাত। সাদা বরফে মোড়া জলপ্রপাতের ছবি হু হু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নায়াগ্রা পার্ক কর্তৃপক্ষের দাবি, জলরাশি বিপুল হওয়ায় কখনই তা পুরোপুরি জমে যাওয়া সম্ভব নয়। তবে জলপ্রপাতের উপরের অংশের জলরাশি জমে গিয়েছে। শুধু তাই নয়, গত কয়েকদিনে এই জলপ্রপাতের জল যে গতিতে নীচে আছড়ে পড়ে, যা বেশ কিছুটা কমেছে। উপরিভাগ বরফে পরিণত হলেও জলপ্রপাতের স্রোত এখনও বয়ে চলেছে। নায়াগ্রা জলপ্রপাতের এমন নৈসর্গিক রূপ দেখার জন্য ভিড় জমাচ্ছেন পর্যটকরাও।

১৯৬৪ সালের আগে বরফের কারণে নায়াগ্রার জলের গতি বাধাপ্রাপ্ত হত। কারণ নদীর উৎসই ঠান্ডায় জমে যেত। নদীর জলের গতি সচল রাখতে স্টিল আইস-বুম লাগানো হয়। যা বরফের চাঁই জলের উপর জমতে দেয় না।

 

spot_img

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...