Monday, May 5, 2025

মাঠ ভরতি মানুষের মাঝে ‘জয় শ্রীরাম’ স্লোগান, কুণালের পাল্টা নববর্ষের শুভেচ্ছা

Date:

Share post:

মাঠ ভরতি মানুষ। সকলের মুখে ‘জয় বাংলা’ স্লোগান। কিন্তু আচমকাই সেখানে তাল কাটল। স্লোগান উঠল ‘জয় শ্রীরাম’ । কিন্তু কোন বীর তুললেন সেই স্লোগান? এমনই তার বিক্রম যে নিমেষে ভিড়ের মধ্যে মিশে গেলেন, সামনে আসার সাহসই পেলেন না।এই ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের খেজুরির এক খেলার মাঠ।

শুক্রবার দুপুরে ওই মাঠে জনসংযোগ কর্মসূচিতে গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ । তাঁকে দেখেই ভিড়ের মধ্যে একজন চিৎকার করে ওঠেন ‘জয় শ্রীরাম’। কিন্তু নিমেষের মধ্যে গা ঢাকা দেন। সেই ব্যক্তির এহেন আচরণে কুণাল ঘোষ পাল্টা যা করলেন, তার জন্য প্রস্তুত ছিলেন না কেউই। তৃণমূলের রাজ্য সাধা্রণ সম্পাদক সৌজন্যমূলকভাবে হাত বাড়িয়ে দেন ওই ব্যক্তির দিকে।তিনি পালটা হেসে আড়ালে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে বলেন, সামনে আসুন, কোনও অসুবিধা নেই। সামনে এসেই বলুন। কুণালের ডাকেও যদিও ওই ব্যক্তি সামনে আসেননি। এরপর কুণাল ঘোষ হাত বাড়িয়ে দেন তাঁর দিকে। তখন তিনি সামনে এসে হ্যান্ডশেক করেন তৃণমূলের মুখপাত্রের সঙ্গে।

কী বললেন কুণাল ? তিনি তাঁকে বলেন, নতুন বছর ভাল কাটুক। কুণালের এই কথা শুনে থতমত খেয়ে যান ওই ব্যক্তি। এই সৌজন্যমূলক আচরণেই তৃণমূলের মুখপাত্র বুঝিয়ে দিলেন, ‘বেসুরো’ স্লোগানে ঘাসফুল শিবিরকে প্ররোচিত করলেও সেই প্ররোচনায় তারা পা দিচ্ছেন না।কুণাল ঘোষ যেভাবে পরিস্থিতি সামলালেন, তা রাজনৈতিক দিক থেকে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

শুধু তাই নয়, খেজুরির  জনসভায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রসিকতার সুরে  বলেন, গোটা মাঠে জয় বাংলা স্লোগান চলছিল। একজনই তার মধ্যে একটু অন্য স্লোগান দিলেন। আমি বললাম, সামনে এসেই বলুন। তারপর তাঁর সঙ্গে হ্যান্ডশেক করে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। আমার বক্তব্য হচ্ছে, যে, যে স্লোগানই বলুন, আপনারা সকলে কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী এসব কার্ড করে নেবেন। তাহলে আপনাদেরই সুবিধা হবে। আর যে স্লোগানেই ভরসা রাখুন, পরিবারের সবাইকে নিয়ে নতুন বছরে ভাল থাকবেন। এটাই আমাদের শুভেচ্ছা।

spot_img
spot_img

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...