Saturday, December 27, 2025

ফের সোনারপুরের খেয়াদায় বো*মাবাজি! ছেঁড়া হল মমতার ছবি-ব্যানার, গ্রেফতার ৩  

Date:

Share post:

বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত সোনারপুর (Sonarpur)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি, তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় পতাকা ও ব্যানার ছিঁড়ে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার (Arrest) করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ (Narendrapur Police)। তাঁদের জিজ্ঞাসাবাদ (Interogation) করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রানাভূতিয়া এলাকায় পরপর দুটি বোমা ছোঁড়া হয়। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে কী কারণে বোমাবাজির ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে। তাঁদের অভিযোগ, বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরেই এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। বারবার উত্তপ্ত হয়ে উঠছে সোনারপুর।

তবে এই প্রথম নয়, এর আগেও সোনারপুরের খেয়াদায় বোমা ছোঁড়ার ঘটনা প্রকাশ্যে আসে। দুর্ঘটনায় ৫ নাবালক গুরুতরভাবে জখম হয়। নরেন্দ্রপুরের খেয়াদহ ২নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় বাড়ির পাশে একটি মাঠে খেলছিল ৫ নাবালক। অভিযোগ, মাঠের পাশেই একটি পরিত্যক্ত ঘরে বোমা মজুত করছিল দুষ্কৃতীরা। খেলতে খেলতে ওই ঘরের কাছে চলে যায় তারা। দুষ্কৃতীরা তাদের সেখান থেকে তাদের চলে যেতে বলে।

অভিযোগ, কথা না শোনায়, বাচ্চাদের লক্ষ্য করে পরপর দু’টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পরে  রক্তাক্ত অবস্থায় কোনওরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচে ৫জন। তাদের বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

spot_img

Related articles

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ বিস্ফোরণ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ (Kyiv)। শনিবার ভোরের দিকে রাজধানী শহরের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ...

লক্ষ্য বিধানসভা ভোট, শনিবার বড় ঘোষণা করবেন অভিষেক! জল্পনা তুঙ্গে

দুয়ারে বিধানসভা ভোট, নতুন বছরের শুরু থেকেই জোর কদমে প্রচারে নামছে তৃণমূল। শুক্রবারের বৈঠকে প্রচারের রূপরেখা স্থির করে...

বাংলাদেশে রকস্টার জেমসের অনুষ্ঠানে হামলা, ভেস্তে গেল সংগীত অনুষ্ঠান

অশান্ত বাংলাদেশ, কয়েকদিন আগেই উপমহাদেশের সাংস্কৃতিক পীঠস্থান ছায়নটে হামলা চালিয়ে উন্মত্ত দুষ্কীতিরা। এবার রকস্টার জেমসের(James) অনুষ্ঠানে চলল হামলা। শুক্রবার...

শনিবার থেকে শুরু এসআইআরের হেয়ারিং পর্ব, সই-ছবিতেই জোর কমিশনের

শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআরের(SIR) হেয়ারিং পর্ব। নির্বাচন কমিশন বিএলও-দের মাধ্যমে যাদের নোটিশ পাঠিয়েছে তাদের হেয়ারিং পর্বে উপস্থিত...