Saturday, November 8, 2025

তৃণমূলের বার্ষিক আয়ের ৯৬ শতাংশ টাকাই এসেছে নির্বাচনী বন্ড থেকে

Date:

Share post:

অন্যান্য রাজনৈতিক দলগুলির(Political Party) মতো বেহিসেবি টাকা নয়, রিপোর্ট বলছে গত অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের অনুদান প্রাপ্ত অর্থের ৯৬ শতাংশ টাকাই এসেছে ইলেক্টোরাল বন্ড বা নির্বাচনী বন্ড(Electoral Bond) থেকে। দলের বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূল কংগ্রেসের(TMC) অনুদান পাওয়া মোট অর্থের পরিমাণ গত বছরের তুলনায় ৪২ কোটি টাকা বেড়ে হয়েছে ৫৪৫.৭৪ কোটি টাকা।

রাজনৈতিক দলগুলির আয়-ব্যায়ের স্বচ্ছতা রাখতে ইলেক্টোরাল বন্ড পদ্ধতি চালু করেছিল কেন্দ্রীয় সরকার। সেই পথেই শুক্রবার তৃণমূলের তরফে যে বার্ষিক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে তৃণমূলের মোট আয়ের পরিমাণ ৫৪৫.৭৪ কোটি টাকা। এর মধ্যে ৫২৮.১৪ কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড থেকে। ইতিমধ্যেই দলের তরফে এই সংক্রান্ত তথ্য জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। পাশাপাশি তৃণমূলের দলীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে, দলের প্রাথমিক সদস্য থেকে অনুদান বাবদ ১৪.৩৬ কোটি টাকা পেয়েছে তৃণমূল।

তবে ২০২১ সালের বঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর আয়ের পাশাপাশি ব্যয়ও বেড়েছে তৃণমূলের। কারণ অবশ্য পশ্চিমবঙ্গ ছাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে নিজেদের সংগঠন বিস্তার। তৃণমূলের রিপোর্ট বলছে, ২০২০-২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ব্যায়ের পরিমাণ ছিল ১৩২.৫২ কোটি টাকা। সেটাই ২০২১-২০২২ সালে বেড়ে দাড়িয়েছে ২৬৮.৩৩ কোটি টাকা। দলের এহেন আর্থিক রিপোর্ট বিস্তারিতভাবে ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে।

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...