Sunday, August 24, 2025

টুইটার হ্যাক করে তথ্য চুরি! বিপাকে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী

Date:

Share post:

টুইটার হ্যাক করে তথ্য চুরি। বিপাকে ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটিরও বেশি টুইটার ব্যবহারকারী। বুধবার অনলাইন সিকিউরিটি রিসার্চ সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে। এই হ্যাকিংয়ের ফলে কোটি কোটি টুইটার ব্যবহারকারীর ইমেইল হ্যাক হতে পারে এবং সেখান থেকে ব্যক্তিগত তথ্য, যাবতীয় টাকা-পয়সা চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে ওই সংস্থার তরফে। ইজরায়েলের সাইবার সিকিউরিটি মনিটরিং ফার্ম হাডসন রকের সহ প্রতিষ্ঠাতা অ্যালন গ্যাল বলেন, “টুইটারের এই হ্যাকিংয়ের কারণে বহু ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এটা বিশ্বের অন্যতম বড় হ্যাকিংয়ের ঘটনা।”

আরও পড়ুনঃ বাংলার প্রাক্তন রাজ্যপালের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এই ঘটনা নিয়ে টুইটার সংস্থার তরফে আলাদা করে কোনও তদন্ত শুরু করা হয়েছে কিনা, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় হ্যাকার ফোরামের পোস্টের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। কারা এই হ্যাক করেছে বা কোথা থেকে হ্যাকিং হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, এভাবে ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে তা পাবলিক ফোরামে ফাঁস হওয়ার দরুণ ইউজারদের রিয়েল-লাইফ আইডেন্টিটিটি অর্থাৎ বাস্তব জীবনের অনেক তথ্য প্রকাশ্যে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই সবকিছুই ব্যক্তিগত তথ্য হবে বলে মনে করা হচ্ছে। আর তার ফলে হ্যাকারদের পক্ষে ট্যুইটার অ্যাকাউন্ট হাইজ্যাক করার বিষয়টা আরও সহজ হয়ে যাবে। এভাবে ২০০ মিলিয়নের বেশি ইউজারের ইমেল অ্যাড্রেস হ্যাক হয়ে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে চিন্তায় রয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ট্যুইটার ইউজারদের অ্যাকাউন্ট এবার অন্যান্য ওয়েবসাইটেও ফাঁস হয়ে যেতে পারে।

spot_img

Related articles

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...