Friday, January 16, 2026

আমতায় ‘খু*ন’ তৃণমূল কর্মী! দোষীদের গ্রেফতারের দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

Date:

Share post:

বাড়ির কাছেই পুকুর থেকে উদ্ধার হল তৃণমূল কর্মীর (TMC Worker) মৃতদেহ। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম লাল্টু মিদ্দে, বয়স ৩৮ বছর। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ (Missing) থাকার পর রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে লাল্টুর দেহ উদ্ধার হয়। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সিপিএম (CPIM) ও বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীরাই তৃণমূল কর্মীকে খুন করেছে।

পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের (Arrest) দাবিতে রবিবার সকাল থেকেই আমতা রানিহাটি রোডে (Amta Ranihati Case) টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী সমর্থকরা। পরে আমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Uluberia Medical College and Hospital) ময়না তদন্তের (Post Mortem) জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, পেশায় টোটো চালক তথা তৃণমূল কর্মী লাল্টু শনিবার দিদির বাড়িতে বাইক রাখার জন্য রাত ৮টা নাগাদ বাড়ি থেকে বেরোয়। এরপর শনিবার রাতে আর বাড়ি ফেরেনি লাল্টু। শনিবার থেকেই নিখোঁজ ছিল সে। এদিকে ছেলে ফিরে না আসায় বাড়ির লোকেরা লাল্টুর খোঁজ শুরু করে। কিন্তু রাত বাড়লেও লাল্টুর খোঁজ পাওয়া যায়নি। এরপর পরিবারের লোকজন আমতা থানায় খবর দেন। রবিবার সকালে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি পুকুর থেকে লাল্টুর রক্তাক্ত দেহ উদ্ধার করে আমতা থানার পুলিশ। এদিকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা আমতা-রানিহাটি রোডের চন্দ্রপুর এলাকায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

রাজ্যের মন্ত্রী অরূপ রায় (Arup Roy) জানিয়েছেন, লাল্টু মিদ্দে দলের সক্রিয় কর্মী ছিল। বিজেপি ও সিপিএম আশ্রিত কয়েকজন দুষ্কৃতী তাঁকে খুন করে এলাকা থেকে পালিয়েছে। এলাকায় কিছু লোক অশান্তি পাকাতে চাইছে। আর সেকারণেই লাল্টুকে খুন করা হয়েছে।

 

 

spot_img

Related articles

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...

ইতিহাস গড়ল গঙ্গাসাগর! পুণ্যস্নানে ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী 

‘সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার’-এর টানেই আধ্যাত্মিকতা, বিশ্বাস ও বিপুল জনসমাগমের এক অনন্য মহামিলনে পরিণত হল গঙ্গাসাগর মেলা...