Friday, August 22, 2025

অস্থায়ী হোমগার্ড নিয়োগ নিয়ে প্রশ্ন শুভেন্দুর, বিরোধী দলনেতাকে আদালতে যাওয়ার পরামর্শ তৃণমূলের

Date:

Share post:

রাজ্য সরকারের অস্থায়ী হোমগার্ড নিয়োগ পদ্ধতি নিয়ে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পঞ্চায়েত ভোটের আগে প্রায় চার হাজার অস্থায়ী হোম গার্ড (Temporary Home Guard Recruitment) নিয়োগের ঘোষণা করেছে রাজ্য। আর সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। তবে শুভেন্দুর সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)।

উল্লেখ্য, সোমবারই একটি টুইট করেন শুভেন্দু অধিকারী। টুইটে বিরোধী দলনেতা হোমগার্ড নিয়োগে দুর্নীতির অভিযোগে সুর চড়িয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতার কথায়, রাজ্য স্বরাষ্ট্র দফতর (Home Affairs) ছয় মাসের জন্য দৈনিক ৫৬৫ টাকার চুক্তিতে কয়েক হাজার অস্থায়ী হোম গার্ড নিয়োগ করছে। কোনও নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই এই পদগুলিতে পূরণ করা হচ্ছে বলে দাবি শুভেন্দুর। সঙ্গে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, সম্ভবত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের ক্যাডারদের এভাবে কাজে লাগানো হচ্ছে কিংবা হয়ত শূন্যপদগুলি ঘুষের বিনিময়ে বিক্রি করে দেওয়া হচ্ছে।

পাশাপাশি এদিন আরও একটি টুইট করছেন শুভেন্দু। সেখানে তিনি উলুবেড়িয়া থানায় নিয়োগ পাওয়া এমন ২৬ জন অস্থায়ী হোমগার্ডের তালিকাও তুলে ধরেছেন। এরপরই রাজ্য স্বরাষ্ট্র দফতরকে শুভেন্দুর প্রশ্ন, ইতিমধ্যেই নিয়োগ পাওয়া হোমগার্ডদের বাছাই প্রক্রিয়া কীভাবে হয়েছে? কারা এই বাছাই করেছেন? কী যোগ্যতার ভিত্তিতে বাছাই করা হয়েছে?

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, যিনি অভিযোগ করছেন, তিনিই সম্ভবত শব্দের আশ্রয়ে চলে যাচ্ছেন। প্রত্যেক বছর কোনও না কোনও নির্বাচন থাকে। গতবছর বিধানসভা ভোট ছিল, তারপর পুরসভা ভোট ছিল, এই বছর পঞ্চায়েত ভোট আছে, আগামী বছর লোকসভা ভোট আছে। তাহলে তো কখনও কোনও  কাজ করা যাবে না। করলেই মনে হবে, ওই জন্য কাজ করা হচ্ছে। হোমগার্ড নেওয়ার বিষয়টি প্রশাসনিক বিষয়, আমাদের বিষয় নয়। যদি নেওয়া হয় হোমগার্ড, কী সমস্যা? যদি তাঁরা মনে করে কোনও সমস্যা আছে, তাহলে আদালতে যান। আসলে ওদের গায়ের জ্বালা হচ্ছে নিয়োগে। ওরা চায় না কোনও নিয়োগ হোক। মানসিক হতাশা থেকে এসব বলছে।

 

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...