Saturday, August 23, 2025

টানা ৬ ঘণ্টা জেরা শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন কাঁথির আইসি

Date:

Share post:

কাঁথি পুরসভার (Contai Municipality) টেন্ডার দুর্নীতি (Tender Corruption) মামলায় সিবিআইয়ের (CBI) মুখোমুখি হলেন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস (Amalendu Bishwas)। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে (Nizam Palace) পৌঁছন আইসি অমলেন্দু। সিবিআই (CBI) আধিকারিকেরাও তাঁকে জিজ্ঞাসাবাদ (Interrigation) করার জন্য প্রস্তুত ছিলেন। আর কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে পৌঁছনোর পরই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সোমবার প্রায় সাড়ে ছ-ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যায় নিজাম প্যালেস থেকে বেরোন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইসি অমলেন্দু বিশ্বাস বলেন, মহামান্য আদালতের নির্দেশে তদন্ত চলছে। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যদি ডাকা হয় আবার আসব।

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল ১১টায় কাঁথি থানার আইসি নিজাম প্যালেসে তলব করে সিবিআই। কিন্তু, নির্দিষ্ট সময়ের আগে সকাল সাড়ে ১০টা নাগাদ হাজিরা দেওয়ার জন্য নিজাম প্যালেসে পৌঁছন আইসি অমলেন্দু বিশ্বাস। কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা আধিকারিকরা। মূলত রাম পণ্ডার বিবৃতির প্রেক্ষিতেই কেন্দ্রীয় গোয়েন্দারা কাঁথি থানার আইসি-কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এদিন তাঁর সমস্ত বয়ান রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায় অভিযুক্ত ঠিকাদার তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাম পণ্ডা। গত ২৭ ডিসেম্বর তাঁকে গ্রেফতার করে কাঁথি থানার পুলিশ। কিন্তু গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পায় রাম। তারপরই রামের অভিযোগ, শুভেন্দু অধিকারীকে ভালবাসার জন্যই তাঁকে ফাঁসানো হচ্ছে।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...