Tuesday, May 20, 2025

এবার বিক্ষোভকারী আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার স্বতঃপ্রণোদিত রুল জারি বিচারপতি মান্থার

Date:

Share post:

বিচারপতি রাজাশেখর মান্থাকে নিয়ে সোমের পর মঙ্গলেও উত্তেজনা কলকাতা হাইকোর্টে। আইনজীবীদের একটি বড় অংশ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট করেছেন। যার জেরে বিচারপতি মান্থার এজলাসে এদিন বহু মামলার শুনানি হয়নি এদিন। কোনওরকম অশান্তি ও অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টিতে হাইকোর্টের ওসিকে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার বিক্ষোভকারীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করলেন বিচারপতি মান্থা। বিচারপতির অভিযোগ, তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারী আইনজীবীরা আদালতের বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। মামলাটি স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলার।

মঙ্গলবার, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আইনজীবীদের ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। সেই কথা শোনা মাত্রই বিচারপতি মান্থার এজলাসে বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, কোর্টের বাইরে কোনও আইনজীবী যাতে বাধাপ্রাপ্ত না হন তা নিশ্চিত করতে হবে রেজিস্টার জেনারেলকে।

প্রসঙ্গত, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে কেন্দ্র করে গতকাল কলকাতা হাইকোর্টে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা। সোমবার শুনানি না করেই এজলাস ছাড়েন বিচারপতি। আদালতে বিক্ষোভ নিয়ে রীতিমত রাজনৈতিক চাপানুতর শুরু হয়। বিষয়টি গড়ায় প্রধান বিচারপতি পর্যন্ত। তারই মাঝে।বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতা হাইকোর্টে। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন একটা বড় অংশের আইনজীবীরা। এই সিদ্ধান্ত গ্রহণ করেছে হাইকোর্টের আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ন পরিবেশে বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও।

যদিও বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে সহমত নয় বারের প্রেসিডেন্ট। তাঁর দাবি, ট্রেজারার এই সিদ্ধান্ত নিতে পারেন না। বার এসোসিয়েশনের একটি চিঠি থেকে জানা গিয়েছে অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় সহ ১০০ জনেরও বেশি আইনজীবী সিদ্ধান্ত নিয়েছেন যে রাজাশেখর মান্থার এজলাস বয়কট করা হবে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে। ফলে বিচারপতি মান্থার এজলাসে আজ, মঙ্গলবার শুনানি হবে না বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, বারের প্রেসিডেন্ট অরুনাভ ঘোষ জানিয়েছেন এই চিঠিটি ভুয়ো। তাঁর দাবি বারে এই ভাবে কোনও ট্রেজারার অথবা সহ সম্পাদক সিদ্ধান্ত নিতে পারেননা কোন কোর্ট বয়কট করা হবে। অর্থাৎ কয়েকজন আইনজীবী সিদ্ধান্ত নিয়েছেন এবং বারের লেটারহেডে এটা জানিয়েছেন। সব মিলিয়ে বিচারপতি মান্থাকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বহাল হাইকোর্ট চত্বরে।

 

spot_img

Related articles

ওয়াকফ আইন সংবিধান বিরোধী তথ্য দাবি সুপ্রিম কোর্টের, কেন্দ্রের মিথ্য়াচার ফাঁস আইনজীবীদের

ওয়াকফ আইনকে বাতিল করতে গেলে এতে সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে, এই সংক্রান্ত যথেষ্ট প্রমাণ প্রয়োজন। সুপ্রিম কোর্টে ওয়াকফ...

আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত আলুচাষীদের ক্ষতিপূরণ দেওয়ার সূচনা মুখ্যমন্ত্রীর

গত রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক আলুচাষীই ক্ষতিগ্রস্ত হন। বাংলার শস্য বীমা প্রকল্পে তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস...

ইডেন নয় আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদে, ঘোষণা বোর্ডের

সমস্ত জল্পনার অবসান। ইডেনে নয়, এবারের আইপিএলের ফাইনাল আহমেদাবাদেই। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনাটা চলছিল। সিএবির তরফে...

হিংসা নয় শান্তি চাই, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে তোপ মুখ্যমন্ত্রীর

দেশের এই অশান্ত পরিস্থিতিতে বারবার শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মঙ্গলবার উত্তরবঙ্গের(North Bengal) ডাবগ্রামের সরকারি পরিষেবা...