Monday, August 25, 2025

আজ শুরু তৃণমূলের মেগা কর্মসূচি, দিদির সুরক্ষা কবচ নিয়ে মানুষের দুয়ারে যাবেন দিদির দূতেরা

Date:

Share post:

আজ, বুধবার থেকে নতুন কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। “দিদির সুরক্ষা কবচ” কর্মসূচিতে আজ থেকে নগর কিংবা প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষের পৌঁছে যাবেন “দিদির দূত”! শহর, নগর, গ্রাম-গঞ্জে ঘুরে শুনবেন মানুষের চাওয়া-পাওয়ার, অভাব-অভিযোগের কথা। মানুষের সঙ্গে একাত্ম হবেন দিদির দূতেরা। দলের কর্মীর বাড়িতে তাদের সঙ্গে ভাগ করে খেতে হবে রাতের খাবার।

আরও পড়ুন:Chandannagar : ‘দিদির দূত’ হয়ে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করলেন ইন্দ্রনীল সেন

গত ২ জানুয়ারি নজরুল মঞ্চে দলীয় কর্মিসভা থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেন, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। রাজ্যের ২ কোটি পরিবারের ১০ কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়ে আজ থেকে প্রচার অভিযানে নামছেন তৃণমূলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫টি জনমুখী প্রকল্প নিয়ে রাজ্যের শাসক দলের নেতারা কথা বলবেন সাধারণ মানুষের সঙ্গে। গোটা কর্মসূচিকে একটি নির্দিষ্ট ফরম্যাটের উপর সাজিয়েছে তৃণমূল। যার সূত্রপাতে আজ থেকে তৃণমূল নেতাদের সফর ‘অঞ্চলে এক দিন’। যেখানে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, জেলা পরিষদের সদস্য ও দলীয় পদাধিকারীদের কোথায় যেতে হবে, তার তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। ‘স্পেশাল ক্যাটাগরি’ আওতায় নাম আছে গুরুত্বপূর্ণ কয়েকজন তৃণমূল নেতার। জনসংযোগের জন্য নিজের এলাকার বাইরে অন্য এলাকাতেও যেতে হবে জনপ্রতিনিধিদের।


এই কর্মসূচিতে গ্রামের অঞ্চলে গিয়ে কী কী করতে হবে, তার সূচিও দিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, দিনের শুরুতে প্রথমে ধর্মীয় স্থান থেকে আর্শীবাদ প্রার্থনা। যেতে হবে পঞ্চায়েত অফিস, সরকারি হাসপাতালে। এরপর স্থানীয় বাড়িতে মধ্যাহ্ন ভোজ সেরে অঞ্চলের সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনবেন নেতারা। এরপর দিনের দ্বিতীয় ধাপেও জনসংযোগ, সভা করতে হবে নেতাদের। দলীয় কর্মীর বাড়িতে নৈশভোজ সেরে রাত্রিবাস করতে হবে সেখানেই। পরদিন সকালে দলীয় অফিসে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শেষ হবে সফর পর্ব।

 

spot_img

Related articles

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...