Saturday, November 15, 2025

বাংলার ছকে এবার ত্রিপুরাতেও বাম-কংগ্রেস জোট! ইঙ্গিত ইয়েচুরির

Date:

Share post:

বাংলার পথে হেঁটে ত্রিপুরাতেও(Tripura) জোটের পথে হাঁটতে চলেছে সিপিএম-কংগ্রেস, এই জল্পনা শুরু হয়েছিল আগেই। ত্রিপুরার মাটিতেই বাম-কংগ্রেসের জোট সম্ভাবনাই এবার উস্কে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram Yechury)। তিনি আশাবাদী, পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরাতেও হতে পারে কংগ্রেস-সিপিএম(Congress-CPIM) জোট। সেই জোটে থাকতে পারে আদিবাসী অধ্যুষিত শক্তি তিপ্রা মথা-ও।

আগরতলায় সিপিএমের সদরদফতরে বুধবার সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি। সেখানে তিনি বলেন, “আমাদের প্রথম লক্ষ্য, বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি থেকে দেশকে মুক্ত করা। তাই ত্রিপুরায় আগামী নির্বাচনে বিজেপিকে হারাতে যা যা করার দরকার তা আমরা করব।” নিজেদের লক্ষ্য পূরণে কংগ্রেসের হাত ধরতেও যে বামেদের আপত্তি নেই সেকথা স্পষ্ট করে দিয়ে ইয়েচুরি বলেন, “আসন রফা অবশ্যই ভোটের আগে হবে। তবে সেই আসন সংখ্যা কত হবে তা এখনই বলা সম্ভব নয়।”

ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জটের পরিকল্পনা। একদিকে যখন বাম -কংগ্রেসের জোটের সম্ভাবনা যখন কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে, ঠিক সেই সময় তিপ্র মথার নেতা প্রদ্যোৎ বর্মণকে জোটে নিতে চাইছে দুপক্ষই। অন্যদিকে আবার তৃণমূলের সঙ্গে জোটের বিষয়ে আলোচনা শুরু করেছেন প্রদ্যুত। এই পরিস্থিতিতে শুরু হয়েছে জটিলতা। তবে তিপ্রা মথার পৃথক রাজ্যের দাবিকে সমর্থন না করলেও জনজাতি উন্নয়ন নিয়ে তাঁদের দাবিকে বুধবার সাংবাদিক বৈঠক থেকে সমর্থন জানিয়েছেন ইয়েচুরি।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...