Tuesday, May 6, 2025

এজলাসের বাইরে বিক্ষোভ, বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় এবার বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) কাছে দুঃখপ্রকাশ করল রাজ্য সরকার (West Bengal Government)। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল (Advocate General) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুঃখপ্রকাশ করেন। আজ, বুধবার বিচারপতি মান্থার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “আপনার এজলাসের বাইরে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তার জন্য আমি দুঃখিত।” শুধু দুঃখপ্রকাশ করাই নয়, আগামিদিনে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর থাকবে বলে বিচারপতিকে আশ্বস্ত করেন রাজ্যের এজি।

এদিকে এদিনও তাঁর এজলাসে মামলার শুনানি থাকলেও, অনেক আইনজীবী হাজির ছিলেন না একঝাঁক আইনজীবী। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি মান্থা। তবে এমন সমস্যা দীর্ঘায়িত হবে না বলেও বিচারপতি মান্থাকে আশ্বস্ত করেন এজি। আইনজীবীদের আচরণে দুঃখপ্রকাশ করেছেন বার এসোসিয়েশনের (Bar Association) সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকও।

প্রসঙ্গত গত সোমবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একটি বড় অংশ। বিক্ষোভের জেরে তাঁর এজলাসে সেদিন কোনও শুনানি হয়নি। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?”

শুধু তাই নয়, বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির বাইরেও পোস্টার পড়ে। এই ঘটনায় ময়দানে নামেন খোদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পুলিশকে হাইকোর্টে আইন-শৃঙ্খলা কঠোর হাতে বজায় রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। অন্যদিকে, বিচারপতি মান্থার বাড়ির বাইরেও নিরাপত্তা দেয় লেক থানার পুলিশ।

 

 

spot_img

Related articles

টানা ১২ দিন ধরে সীমান্তে গোলাবর্ষণ পাকিস্তানের, কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার বাড়ছে উত্তেজনা

সীমান্ত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে একটানা ১২ দিন ধরে ভারতীয় সেনা (Indian Army Camp) ছাউনিকে টার্গেট করে...

দিঘায় ‘জগন্নাথ ধাম’ লেখা সরানোর অভিযোগ মিথ্যে, গুজবের বিরুদ্ধে মামলা পুলিশের

পূর্ব মেদিনীপুরের দিঘায় 'জগন্নাথ ধাম' (Jagannath Dham) লেখা সরানো নিয়ে বিতর্কের অবসান ঘটালো জেলা পুলিশ। ছবিসহ সোশ্যাল মিডিয়ায়...

আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ

ওয়াকফ সংশোধনী আইন (WAQF ammendment act) নিয়ে অশান্তির জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আজ দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...