Thursday, August 28, 2025

দেশভাগের যন্ত্রণায় মিশেছে গ্রিক ট্র্যাজেডির ছবি: আর্ট একরে আলোচনা সভায় মত ব্রাত্য মিলিন্দের

Date:

Share post:

রাষ্ট্র নির্মাণের মুহূর্তে ক্ষমতা দখলের (power seize movement)জন্য হ*ত্যালীলা কি স্বাভাবিক ঘটনা? ৪৭ -এর দেশভাগের (Partition of India) ইতিহাসের পাতা উল্টে দেখলে বারবার এই প্রশ্নই মাথাচাড়া দিয়ে উঠবে। কলকাতার আর্ট একরে (Arts Acre) আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এই প্রশ্নই তুলে দিলেন অ্যাকাডেমিক স্কলার মিলিন্দ বন্দ্যোপাধ্যায় (Milinda Banerjee)। ইডিপাল ট্র্যাজেডি (Oedipal Tragedy) হিসাবে দেশভাগের প্রাসঙ্গিকতা ঠিক কতটা, এই সংক্রান্ত এক কথোপকথনে অংশ নিলেন শিক্ষামন্ত্রী, বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু (Bratya Basu), ইতিহাসবিদ সুগত বসু (Sugata Basu)এবং ছিলেন শিল্পী শুভাপ্রসন্ন (Shuvaprasanna)।

১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতা ও দেশভাগের পর থেকে বাঙালি লেখকদের সাহিত্যে গ্রিক ট্র্যাজেডির (Greek Tragedy) উল্লেখ বেড়েছে। কমিউনিস্ট কবি বিষ্ণু দে কবিতায় ক্যাসান্দ্রার প্রসঙ্গ টেনে বলেছিলেন , India as a fallen Troy.তাহলে কি সার্বভৌমত্বের সৃষ্টির মুহূর্তে কোথাও এক ট্র্যাজেডির গল্প তৈরি হয়? ঠিক এই প্রশ্নই করেন মিলিন্দ বন্দ্যোপাধ্যায়। ইডিপাল ট্র্যাজেডি নিয়ে কাজ করেছেন নাট্যকার ব্রাত্য বসু। তাঁর মতে গ্রিক ট্র্যাজেডির মূল কথাই হল ‘ আমার জীবন আমার হাতে’ ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে একাধিক পতনের সাক্ষী হওয়া। ব্রাত্য বসু বলেন গ্রিক ট্র্যাজেডি কোথাও গিয়ে যেন এলিজাবেথ ট্র্যাজেডি হয়ে যায়। ইতিহাসবিদ সুগত বসু দেশভাগের যন্ত্রণার ইতিহাসের স্মৃতি রোমন্থন করতে গিয়ে হিন্দু পুরাণের প্রসঙ্গ উল্লেখ করেন । বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিলেন পরশুরাম এবং সপ্তম অবতার ছিলেন রাম । কসমিক যাত্রাপথের বিবর্তনে এই দুই অবতার যেভাবে একে অন্যের সঙ্গে মিলে যায়, সেভাবেই দেশভাগের যন্ত্রণায় ইডিপাল ট্র্যাজেডির একটা মিল পাওয়া যায়। নাট্যকার-পরিচালক শম্ভু মিত্রের রাজা ইডিপাসে সফোক্লিস-এর রূপান্তর ভারতের গণতন্ত্রে জরুরি সঙ্কটের কথা মনে করিয়ে দিয়ে যায়। মিলিন্দ বলেন “আমার দেশ আমার মা”, এই ভাবনা থেকে র*ক্তপাত অচিরেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশভাগের ইতিহাসে। নাট্যকার ব্রাত্য বসু জানান গ্রিক ট্র্যাজেডির প্রবেশ মতাদর্শিক দ্বন্দ্বের জন্ম দেয়। ইডিপাসের ইতিহাসের সঙ্গে ভারতীয়দের দেশাত্মবোধ প্রভাবিত হওয়ার সূত্র উঠে আসে এই আলোচনায়।

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...