চার্বাক নাট্যগোষ্ঠী নতুন বছরে নিয়ে এসেছে নতুন নাটক ‘চিচিং ফাঁক’। নাটক নির্দেশনা ও সংগীতে প্রখ্যাত অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়। এই নাটকের মধ্যে আছে পরতে পরতে হাসির খোরাক।

পোশাক পরিকল্পনায় আছেন অভিনেত্রী খেয়ালী দোস্তিদার।

অভিনয় করছেন কৌশিক গাঙ্গুলী, শ্যামল চক্রবর্তী, সঞ্জয় সরকার ,শুভাশিস রায়, প্রদীপ মুখার্জী, শোভন কামিলা ,উজ্জ্বল দত্ত ,শর্মিলা বসু ,ইন্দ্রানী রায় চৌধুরী, মৌমিতা সরকার, উদিতা সরকার প্রমুখ।

অভিনেত্রী খেয়ালী দোস্তিদার বলেন , নতুন বছরে চার্বাকের এই নতুন নাটক নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়ার প্ল্যাটফর্ম । এই নাটক সবার মন জয় করবে, রীতিমতো আশাবাদী তিনি।
