Friday, November 7, 2025

বেআইনি ডাম্পার চেকিংয়ের সময় চলল গু*লি! অল্পের জন্য প্রাণরক্ষা সরকারি আধিকারিকদের  

Date:

Share post:

বেআইনি ডাম্পার (Illegal Dumper) ধরাকে কেন্দ্র করে গুলি চলল কালনায়। বুধবার গভীর রাতে অভিযানে বেরোন কালনার(Kalna) পরিবহণ দফতরের(Transport Department) আধিকারিকরা। পূর্বস্থলী থানা এলাকার কাছেই তাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালান হয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি পরিবহণ কর্মীদের গাড়ির সামনের অংশে লাগে। কোনওরকমে প্রাণে বেঁচে যান মোটর ভেহিকেলসের কর্মীরা। শুধু তাই নয়, পরক্ষণেই একটি গাড়িকে ওই গাড়ির পিছু ধাওয়া করতে দেখা গিয়েছে বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পূর্বস্থলী থানার পুলিশ এই ঘটনায় এক ডাম্পার মালিককে চারচাকা গাড়ি সহ গ্রেফতার করেছে।

 

পুলিশ ও এমভিআই সূত্রে জানা গিয়েছে, কালনা মোটর ভেহিক্যাল এনফোর্সমেন্টের আধিকারিকরা বুধবার গভীর রাতে কালনা-কাটোয়া এসটিকেকে রোডে রুটিন চেক আপে যান। নেতৃত্বে ছিলেন প্রীতম কর্মকার ও অভিজিৎ ঘোষ। আধিকারিকদের অভিযোগ, কাটোয়ার দিক থেকে পূর্বস্থলীর দিকে যাওয়ার সময় আচমকা সামনের দিক থেকে আসা একটি গাড়ি থেকে তাঁদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোঁড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন আধিকারিকরা। পরক্ষণেই সামনের গাড়িটি কাটোয়ার দিকে চলে যায়। এর কিছুক্ষণ পরই একটি চারচাকা গাড়ি আধিকারিকদের গাড়ি ধাওয়া করে।

অভিজিৎ ঘোষ নামে এক আধিকারিক বলেন, ওভারলোডিং গাড়ি ধরতে আমরা রুটিন চেক আপে ছিলাম। সেইসময় সামনের দিক থেকে একটি চারচাকা গাড়ি থেকে গুলি ছুঁড়ে কাটোয়ার দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলি গাড়িতে লাগে। রাত দেড়টা নাগাদ এমনই এক ঘটনায় আমরা ভয় পেয়ে যাই। এর কিছুক্ষণ পরেই দেখি একটি চার চাকা গাড়ি আমাদের পিছু নিয়েছে। কী কারণে এইরকম ঘটনা ঘটলো বুঝে উঠতে পারছি না।

এদিকে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ইতিমধ্যে পিছু ধাওয়া করা চারচাকা গাড়িটিকে শনাক্ত করে আটক করা হয়েছে। গাড়ির চালক শান্তনু মজুমদারকেও গ্রেফতার করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তনু মজুমদারের গাড়ির ব্যবসা রয়েছে। তাঁর কয়েকটি ডাম্পার রয়েছে। সেই ডাম্পারে করে বিভিন্ন সময়ে সে বালি, পাথর সরবরাহের ব্যবসা করত।

 

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...