Tuesday, November 11, 2025

আইনজীবীদের এজলাস বয়কট সরকারের পক্ষেই ক্ষ*তিকর! মন্তব্য বিচারপতি মান্থার

Date:

Share post:

আইনজীবীদের এজলাস বয়কটের ঘটনা সরকারের জন্যই ক্ষতিকর! শুক্রবার এই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। তাঁর অভিযোগ, ‘‘এ ভাবে চলতে পারে না! এটা সরকারের পক্ষেই ক্ষতি! সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।’’

এই পরিস্থিতিতে এদিন আদালত অবমাননায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের হাজিরা মামলায় বিচারপতি মান্থার এজলাসে উপস্থিত হন অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee)। তিনি আদালতের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টি জেনে স্বেচ্ছায় এই মামলায় যুক্ত হয়েছি। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হোক। আশা করি, তার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর হয়ে যাবে।’’

এরপরেই তাঁর এজলাসে সরকারি আইনজীবীদের একাংশের অনুপস্থিতির নিয়ে বিচারপতি মান্থা বলেন, ‘‘এখনও যে ভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা গরহাজির থাকছেন তাতে ক্ষতি হচ্ছে। আইনজীবীর অভাবে পুলিশ অফিসাররা হাজিরা দিয়ে নিজেদের বক্তব্য বলার চেষ্টা করছেন। কিন্তু এ তো চলতে পারে না! এটা প্রশাসনের পক্ষেই ক্ষতির।’’

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ৯ জানুয়ারি প্রথম বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। পরে বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েক জন বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রস্তাব আনেন। এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে। এমনকী, বিচারপতি মান্থার এজলাস বয়কটের জন্য পোস্টারও পড়ে। আটকে যায় অনেক মামলার শুনানিও। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তদন্ত শুরু করেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’।

এদিন, রাজ্যের অ্যাডভোকেট জেনালেরেল ফের আবেদন করেন, “মামলায় অংশ নিন। আমার সমর্থন আছে। প্যানেল থেকে নাম বাদ গেলে কিছু করতে পারব না। মামলায় অংশ নিন। আমি নিজেও মামলায় অংশ নিয়েছি।”

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...