Wednesday, January 14, 2026

আইনজীবীদের এজলাস বয়কট সরকারের পক্ষেই ক্ষ*তিকর! মন্তব্য বিচারপতি মান্থার

Date:

Share post:

আইনজীবীদের এজলাস বয়কটের ঘটনা সরকারের জন্যই ক্ষতিকর! শুক্রবার এই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Rajashekhar Mantha)। তাঁর অভিযোগ, ‘‘এ ভাবে চলতে পারে না! এটা সরকারের পক্ষেই ক্ষতি! সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়বে। সমাজের জন্য এটা সুস্থ ব্যবস্থা নয়।’’

এই পরিস্থিতিতে এদিন আদালত অবমাননায় কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিকের হাজিরা মামলায় বিচারপতি মান্থার এজলাসে উপস্থিত হন অ্যাডভোকেট জেনারেল (AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় (Soumendranath Mukharjee)। তিনি আদালতের কাছে আর্জি জানিয়ে বলেন, ‘‘বিষয়টি জেনে স্বেচ্ছায় এই মামলায় যুক্ত হয়েছি। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হোক। আশা করি, তার মধ্যে আদালতের নির্দেশ কার্যকর হয়ে যাবে।’’

এরপরেই তাঁর এজলাসে সরকারি আইনজীবীদের একাংশের অনুপস্থিতির নিয়ে বিচারপতি মান্থা বলেন, ‘‘এখনও যে ভাবে অনেক মামলায় সরকারি আইনজীবীরা গরহাজির থাকছেন তাতে ক্ষতি হচ্ছে। আইনজীবীর অভাবে পুলিশ অফিসাররা হাজিরা দিয়ে নিজেদের বক্তব্য বলার চেষ্টা করছেন। কিন্তু এ তো চলতে পারে না! এটা প্রশাসনের পক্ষেই ক্ষতির।’’

কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের সামনে ৯ জানুয়ারি প্রথম বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। পরে বার কাউন্সিলের কলকাতা শাখার সদস্যদের কয়েক জন বিচারপতি মান্থার এজলাস বয়কটের প্রস্তাব আনেন। এজলাসের সামনে অবস্থান বিক্ষোভ চলতে থাকে। এমনকী, বিচারপতি মান্থার এজলাস বয়কটের জন্য পোস্টারও পড়ে। আটকে যায় অনেক মামলার শুনানিও। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তদন্ত শুরু করেছে ‘বার কাউন্সিল অব ইন্ডিয়া’।

এদিন, রাজ্যের অ্যাডভোকেট জেনালেরেল ফের আবেদন করেন, “মামলায় অংশ নিন। আমার সমর্থন আছে। প্যানেল থেকে নাম বাদ গেলে কিছু করতে পারব না। মামলায় অংশ নিন। আমি নিজেও মামলায় অংশ নিয়েছি।”

spot_img

Related articles

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...

পুলিশি সহায়তায় নতুন নম্বর, রাজ্যে আসছে ১১২ হেল্পলাইন

১০০-র পাশাপাশি এবার ১১২-তে ডায়াল করেও মিলবে পুলিশের সাহায্য। রাজ্যে খুব শীঘ্রই এই নয়া হেল্পলাইন নম্বর চালু হতে...