Tuesday, November 11, 2025

দলের সাংগঠনিক বৈঠকে মঞ্চে জায়গা পেলেন না রাহুল সিনহা!

Date:

Share post:

দলের সাংগঠনিক বৈঠকে মঞ্চে জায়গা পেলেন না প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা। শ্রোতাদের আসনের পিছনের সারিতে প্রথমে বসেন তিনি।এরপর সুনীল বনশল তাঁকে সামনের সারিতে বসতে বলেন।যদিও বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে যান তিনি।

শনিবার দুর্গাপুরে বিজেপির সাংগঠনিক বৈঠকে এই ছবি ধরা পড়ে। যোগ দিয়েছিলেন, শুভেন্দু অধিকারী , শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল-সহ অন্যান্যরা। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এই বৈঠক ডাকা হয়েছিল। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহল সিনহাকে কোনও গুরুত্ব না দেওয়ায় ফের প্রকাশ্যে বিজেপির অন্দরের নব্য-পুরনোদের দ্বন্দ্ব।

মঞ্চে না উঠলেও পরে সামনের সারিতে এসে বসেন রাহুল। এরপর মধ্যহ্নভোজ সেরে বৈঠক স্থল ছাড়েন তিনি। দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে রাহুল সিনহা। বহু নতুন মুখ এসেছে। অনেকে দল ছেড়েছেন।কিন্তু রাহুল সিনহা বিজেপি ছাড়েননি। দুর্দিনেও দলের পাশ থেকেছেন। যদিও এদিনের ঘটনায় তিনি যে বেশ ক্ষুব্ধ তা স্পষ্টতই বোঝা গিয়েছে। এদিনের বৈঠকে নব্য-পুরনোদের দ্বন্দ্ব নিয়ে মুখ খোলেন সুনীল বনশল। সকলকে কড়া বার্তা দিয়ে বলেন, সকলকে নিয়ে আসুন। পুরনোদের ডাকুন। যিনি নিজে এখন দায়িত্বে আছেন আগামিদিনে তিনি সেই দায়িত্বে নাও থাকতে পারেন। তিনিও প্রাক্তন হবেন একদিন। কাজেই সেটা বুঝে কাজ করুন।” তার এই কড়া বার্তা আদৌ বঙ্গ বিজেপিকে অক্সিজেন জোগায় কিনা সেটা সময়ই বলবে।

 

 

spot_img

Related articles

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...

কড়া নিরাপত্তায় শুরু বিহারের দ্বিতীয় দফার নির্বাচন: নজরে গুরুত্বপূর্ণ কেন্দ্র

প্রথম দফা নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোট দানে বিহারে জমে উঠেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১২১টি আসনে নির্বাচনে ভোটদানের হার...

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...