Saturday, August 23, 2025

বাইডেনের বাড়িতে ১৩ ঘণ্টা FBI তল্লাশি! উদ্ধার বহু গোপন সরকারি নথি

Date:

Share post:

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) পর এবার জো বাইডেনের (Joe Biden) বাড়িতেও হানা দিল এফবিআই (FBI)। শনিবার ১৩ ঘণ্টা ধরে আমেরিকার প্রেসিডেন্টের (US President) বাড়িতে ম্যারাথন তল্লাশি (Search Operation) চালানো হয়। মার্কিন প্রেসিডেন্টের উইলমিংটনের বাসভবন থেকে আধ ডজনেরও বেশি গোপনীয় নথি (Confidential Documents) উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। উদ্ধার হওয়া সমস্ত নথি ইতিমধ্যেই মার্কিন বিচার বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন বাইডেনের আইনজীবী। তবে মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে চলা তল্লাশিকে নজরবিহীন বলেই উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে ভোটকুশলীদের মতে, পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এই ঘটনাকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে পারেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। বিরোধীদের সেই ঝড় উপেক্ষা করে নির্বাচনে জিতে ক্ষমতায় ফেরা বেশ কঠিন হবে বাইডেনের পক্ষে। তবে বাইডেনের আইনজীবী জানিয়েছেন, তল্লাশির সময় বাড়িতে ছিলেন না সস্ত্রীক বাইডেন। ১৯৭৩ থেকে ২০০৯ পর্যন্ত ডেলাওয়ারের সেনেটর ছিলেন বাইডেন। সেই সময়ের বেশ কিছু নথি ছাড়াও ওবামা প্রেসিডেন্ট থাকাকালীন সময়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে বাইডেনের উইলমিংটনের বাড়ি থেকে। রয়েছে বাইডেনের হাতে লেখা বেশ কিছু ফাইলও। আর সেগুলি খুঁজে পাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্টই এফবিআইকে তল্লাশি চালাতে বলেছিলেন।

তবে বাইডেন সাফ জানিয়েছেন, আমার আইনজীবী আমাকে যেমন পরামর্শ দিয়েছেন তাই আমি মেনে চলছি। তবে গুরুত্বপূর্ণ সরকারি নথি কেন বাইডেন তাঁর নিজের বাড়িতে রেখেছিলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...