Tuesday, November 11, 2025

হলদিয়ার দুই গ্রাম ও নন্দীগ্রামের এক মহল্লার সব বাড়িতে একসাথে আলো জ্বলল

Date:

Share post:

ঘরে ঘরে বিদ্যুৎ চালু হল। সোমবার ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে  হলদিয়ার বিষ্ণুরামচক ও সৌতনচক গ্রামে বাড়ি বাড়ি বিদ্যুতের আলো জ্বলল। স্বাধীনতার পর এই প্রথম সেখানে বিদ্যুৎ এলো।এদিন এই উপলক্ষে গ্রামে ঘুরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।বিদ্যুৎ আসায় গ্রাম জুড়ে উৎসবের পরিবেশ।

বহু বাড়িতে গিয়ে খোঁজ নেন কুণাল।এমনকী, গত পুরভোটে বিজেপির প্রার্থী জোৎস্না মল্লিকের বাড়িতেও গেলেন কুণাল।জানতে চাইলেন, কেমন লাগছে।ঘরে আলো জ্বলায় সেই দিদিও রীতিমতো উচ্ছ্বসিত।

এদিন নন্দীগ্রামেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছল। প্রত্যন্ত নাকচিরাচকের একটি মহল্লা এতদিন বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। আজ সেখানে বিদ্যুৎ এল। আলো জ্বলায় সন্ধের নন্দীগ্রাম জমজমাট। বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস শিলিগুড়ি থেকে ফোনে ভাষণ দিলেন। পরের মাসে এখানে আসবেন বলে তিনি জানিয়েছেন। কুণাল বলেন, কিছু কিছু প্রত্যন্ত এলাকায় সমস্যা থেকে যায়। কিছুদিন আগে আমি জানতে পারি যে নন্দীগ্রামের একটি মহল্লায় বিদ্যুৎ আসিনি।তখনি আমি বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করি এবং তিনি কথা রেখেছেন। আজ হলদিয়ার দুটি গ্রামের সঙ্গে নন্দীগ্রামের এই মহল্লাতেও বিদ্যুৎ এল। বিদ্যুৎ দফতরের অফিসার ও কর্মীদেরও তিনি অভিনন্দন জানান।

মাসকয়েক আগে দলীয় কর্মসূচিতে গিয়ে কুণাল জানতে পারেন, হলদিয়া বন্দর থেকে ঢিলছোঁড়া দূরত্বের ২৭ নম্বর ওয়ার্ডের দুটি গ্রাম বিষ্ণুরামচক এবং সৌতনচকে বিদ্যুতের খুঁটি ঢোকেনি। স্বাধীনতার এতবছর পরেও অন্ধকারে ডুবে গ্রামবাসীরা। জেনে অবাকই হন কুণাল। গ্রামে দাঁড়িয়েই কুণাল বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে বিষয়টি তুলে ধরেন। ব্যাস, ম্যাজিকের মতো কাজ। আর আজ স্বাধীনতার পর এই প্রথম দুটি গ্রামে বিদ্যুৎ আসায় খুশির জোয়ার।

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...