Monday, November 3, 2025

“অমর্ত্য সেন নোবেল জয়ী নন”, বিস্ফোরক দাবি বিশ্ব ভারতীর উপাচার্যের

Date:

Share post:

অমর্ত্য সেন (Amartya Sen) নোবেল জয়ী নন। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। তিনি এও বলেন, অমর্ত্য সেন নিজেকে নোবেল জয়ী বলে দাবি করেন কিন্তু সেটা সঠিক নয়। নোবেলের ডিডে লেখা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, সাহিত্য ও বিশ্ব শান্তি- এই পাঁচ বিভাগেই নোবেল (Nobel) দেওয়া হয়। এর বাইরে কোনও বিভাগে কেউ নোবেল প্রাইজ পান না।

বিদ্যুৎ চক্রবর্তীর কথায়, “অমর্ত্য সেন নোবেল লরিয়েট নয়। উনি নোবেল প্রাইজ পাননি। বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি দখল করে রয়েছে অমর্ত্য সেন। আদালতে যাচ্ছে না, গেলেই হেরে যাবে অমর্ত্য সেন। আমাদের সঙ্গে বসে বিষয়টা মিটিয়ে নিক অমর্ত্য সেন।”

তিনি বলেন, “অমর্ত্য সেন নোবেল লরিয়েট নন। তার কারণ নোবেল প্রাইজের যে ডিডটা তৈরি হয়েছিল, সেখানে বলা আছে ৫ জনকে নোবেল প্রাইজ দেওয়া হবে। যে ৫ জন নোবেল প্রাইজ পাবেন তাঁরা ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার এবং পিস বা শান্তি। এরপর আর কেউ নোবেল পাবেন না। কিন্তু পরবর্তীকালে সুইডেন সেন্ট্রাল ব্যাংক এগিয়ে এসে বলে, নোবেল প্রাইজের পয়সাটা আমরা দেব। তাই ইকোনমিকসে যাঁরা, তাঁরা নোবেল মেমোরিয়াল প্রাইজ।”

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর এই মন্তব্যের পরই পালটা তোপ দেগেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। কড়া ভাষায় তিনি বলেন, ”বিদ্যুৎ চক্রবর্তী কেন্দ্রের ধামা ধরা লোক। উনি জেনেশুনে বদমাইশি করছেন। অমর্ত্য সেনকে অসম্মান করার ধৃষ্ঠতা দেখাচ্ছেন। এ ভাবা যায় না। বোগাস অভিযোগ। অমর্ত্য সেন ক্ষিতি মোহন সেনের বংশধর। উনি ঠিক সিদ্ধান্ত-ই নিয়েছেন যে মামলা করবেন না। ওনার ৯০ বছর বয়েস। আর নোবেল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সাহিত্যে দেওয়া হত। পরে সুইডিশ ব্যাংক অর্থনীতিকে আওতায় আনে। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও অমর্ত্য সেনের এই পুরস্কার পেয়েছেন।”

 

 

spot_img

Related articles

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...