Sunday, May 11, 2025

শিয়ালদহ দক্ষিণ শাখায় শনি ও রবিবার বাতিল একাধিক ট্রেন, কারণ কী ?

Date:

Share post:

টানা কাজ চলবে।যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে।রেল সূত্রে জানানো হয়েছে, পার্ক সার্কাস স্টেশনে তৈরি হবে ফুটওভার ব্রিজ। তার জন্য আজ শনিবার ও রবিবার রাত ১০টা ৪০ থেকে সকাল ৬টা ৪০ পর্যন্ত বাতিল করা হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন।

রেল সূত্রে জানানো হয়েছে এই কাজের জন্য আপের বেশকিছু ট্রেন বালিগঞ্জ (Ballyganj) পর্যন্ত চলবে। ডাউনের বেশকিছু ট্রেন বালিগঞ্জ থেকে ছাড়বে। একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন। দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা। দুর্ভোগের আশঙ্কায় যাত্রীরা। এই একই কারণে বেশ কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে।সব মিলিয়ে শনি-রবিবার হলেও দুর্ভোগে পড়তে হবে যাত্রীদের।

শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল থাকবে UP 34163 এবং DN 34164 বজবজ লোকাল,UP 34857 ও DN 34858 ডায়মন্ডহারবার লোকাল, UP 34757, DN 34752 লক্ষ্মীকান্তপুর এবং UP 34557 ও DN 34552 ক্যানিং লোকাল।রবিবার বাতিল থাকবে  UP 34113 এবং DN 34114 বজবজ লোকাল, UP 34411 ও DN 34412 সোনারপুর লোকাল, UP 34511 এবং DN 34354 ক্যানিং লোকাল, UP 34711, 34715 এবং DN 34714, 34718 লক্ষ্মীকান্তপুর, UP 34611 ও DN 34612 বারুইপুর লোকাল এবং UP 34815, DN 34818 ডায়মন্ডহারবার লোকাল।

এরই পাশাপাশি, হাওড়া শাখায় সিঙ্গুর ও নালিকুল স্টেশনের মাঝে ট্রাফিক, পাওয়ার ব্লক ও নন ইন্টারলকিংয়ের কাজ চলবে। সেই কারণে রবিবার সকাল ৮টা থেকে সোমবার বিকেল ৫টা পর্যন্ত এই দুটি স্টেশনের মাঝে কোনও ট্রেন চলাচল করবে না বলে রেল সূত্রে জানানো হয়েছে।এই কাজের জন্য বাতিল থাকবে হাওড়া-তারকেশ্বর, হাওড়া গোঘাট লাইনের একাধিক ট্রেন। ওই সময়ে, হাওড়া থেকে দিয়াড়া পর্যন্ত ৬টি ট্রেন আপ-ডাউন লাইনে আসা যাওয়া করবে। অন্যদিকে যাত্রী দুর্ভোগ কমাতে, হরিপাল থেকে তারকেশ্বর পর্যন্ত আরও ৬টি ট্রেন চালেনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

 

 

 

spot_img

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...